” রাসুল খোদা নেহি লেকিন খোদাছে জুদা নেহি।” বলার কারন: ১) আমি ও মামুন আজ ঢাকা যাব। ২) আমি মামুন আজ ঢাকা যাব। ১ম বাক্যে দুইজন মানুষকে বুঝায়, ২য় বাক্যে একজন মাত্র ব্যক্তিকে বুঝায়। আরবী গ্রামার অনুযায়ী ১ম বাক্যে আমি মুকতাদা এবং মামুন খবর — দুইজনকে বুঝায়। ২য় বাক্যে “ও ” হরফ বা অব্যয় পদ না থাকায় — মুকতাদা এবং খবর এক হয়ে একজনকেই বুঝায়। অর্থাৎ যেই মামুন সেই আমি। একটি অব্যয় পদের অনুপস্থিতির জন্য পুরা বাক্যের বালাগাত ভিন্ন হয়ে যায়। তাই বাক্যে এই অব্যয় পদের অনুপস্থিতির জন্য অনেকে দাবী করে থাকেন ” রাসুল খোদা নেহি লেকিন খোদাছে জুদা নেহি।”
Categories
