দাবীদার মুসলমান এর উত্তর সূরি আজো বিদ্যমানঃ
১। রাসুলুল্লাহকে ১ মাস কান্দাইসে মুসলমান, ইহুদি নাসারা নয়।
দাবীদার মুসলমান এর উত্তর সূরি আজো বিদ্যমানঃ
১। রাসুলুল্লাহকে ১ মাস কান্দাইসে মুসলমান, ইহুদি নাসারা নয়।
সহীহ সিত্তার উৎপত্তিস্থল-
খুব অল্প লোকেই এই সত্যটা জানে যে সহীহ সিত্তাহ বা সুন্নিদের যে ছয়টি হাদীস গ্রন্থ আছে , এদের সঙ্কলক কারো বাড়ি সৌদি আরব বা আরব দেশে না এবং এদের কারো মাতৃভাষা আরবি ও না।
আদম ও হাওয়া (আ.) একই সময়ে একই ফরমা বা ছাঁচে তৈরী।
আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করিবেন, এই জন্য আল্লাহ ঘোষণা দিলেন, আমি মাটি কাদা দিয়ে বাশার অর্থাৎ মানব সৃষ্টি করিব।(সূরা-সাদ-৭১) ।
Shamsun Nahar Shelly বেহস্ত পবিত্র এবং সেখানে কোন প্রকার অবিত্রতার স্পর্শ নেই। আল্লাহর ঘোষণা। সেখানে হতে ইবলিশ কে বের করে দেয়ার পর ইবলিশের আর ঢুকার কোন সুযোগ নেই। তাহলে ইবলিশ নামক আলাদা কোন সত্তার আদমকে কুমন্ত্রনা দেয়ার সুযোগ আছে কি?
রবের নিকট আমার অবস্থানঃ
‘আমি সকল সৃষ্টির রবের কাছে নিজকে সমর্পণ করলাম’। – (২ঃ১৩১)
১) আগুনখেকো :২:১৭৪.
২)- মানুষের মাল অবৈধভাবে ভক্ষনকারী : ৯ : ৩৪.
৩) কুরআনের ব্যপারে : চরম অন্ধ : ১৭: ৭২. ৪১ : ৪৪.
আল্লাহ বলিলেনঃ
আমি প্রত্যেক উম্মাতের জন্যে ইবাদাতের একটি নিয়ম-কানুন নির্ধারণ করে দিয়েছি, যা তারা পালন করে। [১]
আল্লাহ কি উপাস্য নাকি হুকুম দাতা (ইলাহ)?
আল্লাহ কুরআন এ বলেন আল্লাহ ইলাহ হুকুম দাতা।
মানুষ আল্লাহকে বানাইল উপাস্য।
আল্লাহ ও গাইরুল্লাহ কি?
ইন্নাহ সাফা ওয়া মারওয়াতু মিন শাহরিল্লাহ।
নিশ্চয় সাফা ও মারওয়াহ আল্লাহর নিদর্শন বা নিশানী। সাফা ও মারওয়া দুটাই পাথরের পাহার, (গাইরুল্লাহ) পাথর কি ভাবে আল্লাহর নিশানী হয় ?
সব আলেম নিকৃষ্ট নয়, কিছু নামধারী —-
” অবশ্যই আলিম ও দরবেশদের অনেকেই ভূয়া কর্মকান্ডের মাধ্যমে মানুষের সম্পদ গ্রাস করে থাকে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। (৯ঃ৩৪ অংশ)
১২৫ টি শব্দের অর্থ জানলে কুরআন বুঝা অনেকটা-ই সহজ হবে!
1st day:
1.هَذَا[হাযা](this(male-এটা
2.هَـذِهِ -[হাযিহি]this(female এটা)
3.هَـؤُلآءِ -[হা-উলা-ই]these (এইসকল)
4.ذَلِكَ -[যালিকা]that(male যাহা, যে)
5.تِلْكَ -[তিলকা]that(female যাহা,যে)
১) ইবাদত= মান্য করা।
২) দ্বীন= জীবন ব্যবস্থা
৩) আল’আমীন= শুধু জ্ঞানীদের
আমিন অর্থ বিশ্বস্তঃ লাকি রংপুর ০৩
১ সূরা আল আরাফ (الأعراف), আয়াত: ৬৮
আমাদের প্রত্যেকের কোন না কোন জিনিস ভাল লাগা তৈরী হয়, কোন মানুষ হোক বা কোন বস্তু হোক। আর সেটা যখন কোন কারনে আমাদের ছাড়তে হয়, তখন কস্ট হয়। এটার পেছনে যে কারন তা হলো আসক্তি। এই আসক্তির কারনেই আমাদের কস্ট হয় যখন প্রিয় বা ভাললাগা জিনিসটিকে ছাড়তে হয়।
আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে; (১৭:৭৪)
আমার শিশুবেলা, শ্যাম্পুর মিয়া বাড়ী- ১৯৬৮
খেলাগুলি খেলতে খেলতে বড় হয়ে ঊঠেছিলাম, আজ শুধু কল্পনায় ভাসেঃ সম বয়সী ফুফু চাচা তারাও ছিল খেলার সাথী।
একটি হাদীস জানা থাকলে তা পৌছানোঃ
কুতায়বা (রহঃ), আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল (সাঃ) এর সঙ্গে তাঁর কোনো একজন স্ত্রী ইতিকাফ করেছিলেন। তিনি রক্ত ও হলদে পানি বের হতে দেখতেন আর তাঁর নীচে একটা পাত্র বসিয়ে রাখতেন এবং সে অবস্থায় সালাত আদায়
“কোরআনে” যার কোন নিয়ম নাই – তা পালন করতে,পূর্বতনদের আচরণ এবং নিয়ম’ই ফলো করি আমরা।সেই নিয়ম না-মানলে যে দোজখে যাবো তা’ কিন্তু নয়।
বল, ‘প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী আমল করিয়া থাকে এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল।’ সূরা বনি ইসরাঈল ৮৪
قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖؕ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا *
আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন।
(সূরা ফাতেহা)
@ সরল, পথ কি এবং কোনটি ?
ইজরাইলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন নতুন মৌল আবিস্কার করে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা লাইব্রেরিতে গিয়ে প্রেম করে! বিশ্বের ১ নম্বর হাভার্ড বিশ্ববিদ্যালয়ে সারা বছরে কোন কনসার্টের খবর পাওয়া যায় না।
আমাদের এক ঘেয়েমি স্বভাবের কারণে আমরা সুবিধাজনক আয়াত প্রচার করি আর অনেক আয়াত বাদ দেই। অথচ, ঈমাম বা নেতা নিয়ে আল কুরআনে আরও বহু আয়াত আছে যা দিয়ে প্রনাণ হয় যে, মানুষও ঈমাম বা নেতা হবে। তাদের পরিচয় পাওয়া যাবে ছালাত, যাকাত ও ছদাকার মাধ্যমে। সম্পদ না দেওয়ার জন্য যখন যাকাত শব্দের অর্থ ঘুরিয়ে দেওয়া হয় তখন কেউ আর কাউকে বিশ্বাসও করতে পারে না।
বল, ‘আমি কোন নূতন রাসূল নই। আমি জানি না, আমার ও তোমাদের ব্যাপারে কী করা হইবে; আমি আমার প্রতি যাহা ওহী করা হয় কেবল তাহারই অনুসরণ করি। আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র।
ফেরেস্তা কি আদমকে সিজদা করেছিল?
আল্লাহ বলেন, আদমের নিমিত্তে সেজদা কর (আরাফ ১১ আয়াত) (বারাকা, ৩৪ আয়াত), (হিজর, ২৯ আয়াত), (বনি ইসরাইল, ৬১ আয়াত), (কাহফ, ৫০ আয়াত), (ত্বাহা, ১১৬ আয়াত), (সাদ, ৭২ আয়াত)। অনেকেই মনে করে এই সকল আয়াতে আদম সত্তাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ফেরেস্তারা ব্যক্তি আদমকে সেজদা দিয়েছে। এই বুঝটা ঠিক নয়।
আদম সেজদার রহস্য কি? ইবলিসের অনুসারী কে?
আল্লাহ বলেন, আদমের নিমিত্তে সেজদা কর (আরাফ ১১ আয়াত) (বারাকা, ৩৪ আয়াত), (হিজর, ২৯ আয়াত), (বনি ইসরাইল, ৬১ আয়াত), (কাহফ, ৫০ আয়াত), (ত্বাহা, ১১৬ আয়াত), (সাদ, ৭২ আয়াত)।
আল্লাহ কি উপাস্য নাকি হুকুম দাতা (ইলাহ)?
আল্লাহ কুরআন এ বলেন আল্লাহ ইলাহ হুকুম দাতা।
মানুষ আল্লাহকে বানাইল উপাস্য।
ইসলাম বলে কি আর আমরা করি কি?
তারা শেখালো, নামায জান্নাতের চাবি।
আল্লাহ জানালেন, বিশ্বাস ও বিশ্বাসের দাবি বাস্তবায়ন জান্নাতের চাবি।।
ইসলাম কি দ্বীন নাকি ধর্ম এবং শিরকের এর রুপ।
তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান রাখে ও তাঁর সঙ্গে শিরকও করে! {১২:১০৬}
ইসলাম কি ও কেন?
ইসলাম তো আদৌ কোন ধর্ম নয়, বলেন জীবন পদ্ধতি, আল্লাহর দেয়া জীবন পদ্ধতি, যেটা আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে গড়ে ওঠে, এই আত্ম সমর্পণের সমষ্টিকে ইসলাম বলে, আত্মসমর্পণ এর বিকাশ ঘটে কর্মের মাধ্যমে, কর্মের সমষ্টি হল জীবন পদ্ধতি।
ইতিহাসে জানা যায়, ইয়াকুবের বারো পুত্রের নামে বনী-ইস্রায়েলের বারোটি গোষ্ঠীর জন্ম হয়। যার মধ্যে ইয়াহুদা’র নাম থেকে ইহুদি শব্দটি এসেছে। ইহুদিদের কথা পবিত্র কোরআনের বারবার উল্লেখ করা হয়েছে।