আল্লাহ ও গাইরুল্লাহ কি?
ইন্নাহ সাফা ওয়া মারওয়াতু মিন শাহরিল্লাহ।
নিশ্চয় সাফা ও মারওয়াহ আল্লাহর নিদর্শন বা নিশানী। সাফা ও মারওয়া দুটাই পাথরের পাহার, (গাইরুল্লাহ) পাথর কি ভাবে আল্লাহর নিশানী হয় ?
ক্বাবা,হজরে আসওয়াত,মাকামে ইব্রাহীম,সাফা মারওয়া এগুলি কি আল্লাহ? না গায়রুল্লাহ।
আল্লাহ,আর গায়রুল্লাহ কি?
প্রতিটি জিনষের দুটি হাকিকত থাকে। মেজাজী — হাকিকী। একটি আনুষ্ঠানিক বা রুপক আরেকটি মুল বা আসল। জাহের বাতেন।
হজ্জের জাহেরও আছে বাতেন ও আছে। জাহের ও বাতেন নিয়েই ইসলাম৷
এভাবে সারা হজে দেখাতে পারবেন একটা কাজ আল্লাহকে কেন্দ্র করে? সব গায়রুল্লাহ, হযরে আসওয়াদ,মাকামে ইব্রাহীম, কাবা, জমজম, সাফা মারওয়া,মিনা, আরাফাত কোথাও আল্লাহ নাই, সব গায়রুল্লাহ। তাহলে? ঐ যে নিশানা, মাধ্যম নিদর্শন।
এহরামের পোষাক পড়ে কাবার দিকে আগাচ্ছ। যেই মাত্র কাবাকে চোখে পড়ে সঙে সঙে হাত তুলে দোয়া করতে হয়। কেন? কাবা কি? আল্লাহ? না গায়রুল্লাহ। তবে কেন?
ফাল ইয়াবুদু রাব্বাহাজাল বাইয়িত। তুমি ঐ ঘরের রবের দাসত্ব কর । ঐ ঘরের না ঐ ঘরের যে রব তার দাসত্ব করতে বলছে। কাবার মাধ্যমে রবের। কারন কোন মাধ্যম ছাড়া এবাদত আমল করা যায় না।
তাহলে কাবাকে দেখার সাথে সাথে দোয়া কর। আল্লাহ আমার দোয়া কবুল কর,আমি গোনাগার। এবার কাবার চত্বরে হাজির হয়ে হজরে আসওয়াদে চুম্বন দেও। ঐ পাথর তো আল্লাহ না, গায়রুল্লাহ। ওখানে কেন চুমা দিতে হবে? তা হলে কি গায়রুল্লার এবাদত পুজা করা হবে?
আলৃলাহ যেখানে বলতেছে — ইউ ছাব্বিহু লিল্লাহে মাফিস সামাওয়াতে ওয়া মা ফীল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহী পাঠ করে। আহসাতিল খালাকতি জীন ওয়া ইনসানি ইয়ালিলাবুদু। আমি কি জীন এবং ইনসানকে আমার এবাদতের জন্য সৃষ্টি করি নি? কাবা আল্লাহ না, কাবা আল্লাহর ঘর, মাধ্যম।
নবীর কাছে ২৩ বছর ফেরেস্তা নিয়মিত আসছে আর আমাদের কাছে মোল্লার কাছে একবার সেটা তাও ইন্না লিল্লাহ পড়ার সময়। কাবা তওয়াফের পর জমজম এর পানি পান। দাড়ায়ে। দাড়ায়ে অন্য পানি পান করলে মোল্লারা বলে শয়তানের পেশাব পান করা হয়। তারা শয়তানকেও পেশাব করায়ে ছাড়ছে। তাজিম ইজ্জত সন্মান।
পানি পানের পর সাফা এবং মারওয়া। কোথাও আস্তে কোঘাও স্পিডে হাটতে হয়। জমজম খান কেন? সাফা মারওয়ায় দৌড়ান কেন? মা হাজেরা দৌড়াইছে ছেলে উপরে রেখে আসছে পানি নিতে আপনে কাকে রেখে আসছেন।
কাবা সাত চক্কর দেয়া হয় কেন?
মেজাজী এবং হাকীকী দুইটাই তোয়াফ করতে হয়। তোয়াফের উদ্দেশ্য কাবার ভিতরে মুর্তি আছে কি না কোন প্রকার। এখন মেজাজী কাবায় মেজাজী মুর্তি নাই। পাথরের মুর্তি নাই। কিন্তু হাকীকী কাবায় হাকীকী মুর্তি আছে, সবসময় থাকে। হৃদয় হলো হাকীকী কাবা, এখানে লোভ,ক্রোধ মুর্তি বিরাজ। হে হাজী ঘুরিয়া ঘুরিয়া তোমি দেখলে মেজাজী কাবায় কোন মুর্তি নাই এখন পিপাসা মিটাও।
জমজমের পানি পান কর।
One reply on “আল্লাহ VS গাইরুল্লাহ”
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.