আদম কাহিনীর প্রতীকী বিশ্লেষণ — মাতৃগর্ভ = বেহেশত,আমি সুফি চিন্তা এটা আমার গবেষণা ;- আমার গবেষণায় দেখা যাচ্ছে, কোরআনে আদমের কাহিনীকে যদি আক্ষরিক নয় বরং প্রতীকীভাবে পড়া হয়, তাহলে তা আসলে প্রতিটি মানুষের জন্মপূর্ব ও জন্ম-পরবর্তী জীবনের রূপকচিত্র। ১. বেহেশত = মাতৃগর্ভের নিরাপদ জগত কোরআনের বর্ণনা: “তাদের জন্য রয়েছে বাগান,
Category: Innovator
বিজ্ঞানের দাবী সূর্য স্থীর কোরানের দাবী পৃথিবী স্থীর। যুক্তি উপস্থাপন করে প্রমাণ করব কোরানে বর্ননা সত্য বিজ্ঞানই মিথ্যে।
কোরান বলছে “সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ। [সুরা ইয়া-সীন – ৩৬:৩৮
তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন
কেমন ধোকায় ফেলে রেখেছে মানুষকে দীর্ঘদিন যাবৎ ~
সাধারন ভাবে আমাদের ধারনা শয়তান আল্লাহর আলাদা সৃষ্টি কিছু। যে আমাদের রগে রগে মিশে থাকে, সকল পাপ কর্ম করায় এবং আমাদের পথভ্রষ্ট করে। তাই শয়তানকে পরাভুত করার জন্য আল্লাহর সাহায্য চেয়ে থাকি। না জানি কেমন দেখতে
ঈদ আনন্দের ইতিকথাঃ
জাহেলিয়াত যুগেও জিলকত, জিলহজ্জ, রজব, মহররম এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকত। কোরানে বর্ণিত আয়াত দৃষ্টিতে অন্ধকার যুগের পুর্বে ঈসা বা পুর্ববর্তী নবীদের সময় হতেই এ চারটি মাসকে সবাই অনুসরন করত। যেমন সুরা তওবায় বর্নিত:
লাইলাতুল কদর
কদর রাত্রি
রমজান মাসের শেষ দশ দিনের বেজোড় রাত্রীকে কদর রাত্রী বলা হয়। যা হাজার মাসের চেয়ে উত্তম। এবং এই কদর রজনীতে কোরান নাজিল হয়েছে বলে আমরা বিশ্বাস করি।
কিন্তু প্রশ্ন উঠে, হেরা গুহায় কোরানের প্রথম যে আয়াত নাযিল হয়েছিল
কোন প্লানেটে আমরা
আমাদের অবস্থান কোন প্লানেটে -ঃ
সাতটি আকাশ ও অনুরুপ সাতটি জমিনের কথা ঘোষণা রয়েছে কোরানে। আমরা একটি আকাশ ও একটি জমিনের অনুসন্ধান পেয়েছি মাত্র। অনুরুপ বাকি ছয়টির অস্তিত্ত কোথায়?
আবার জান্নাতের ঘোষনায় বলেছেন: আর সেখানে তারা চিরকাল থাকবে যতদিন আকাশ ও
এদেশে জরুথিষ্টগন নিজেকে আকাবির দাবী করতে গর্ববোধ করে। কিন্তু কোরানে আকাবির শব্দটা এসেছে সূরা আনআমের ১২৩ আয়াতে। এখানে অপরাধীদের প্রধানকে আকাবির হিসেবে সম্বোধন করা হয়েছে।
আমাদের জরুগন প্রকৃতই অপরাধীদের প্রধান বলেই নিজের অজান্তেই এ লকব বেছে নিয়েছে। দেখা যাক আয়াতটি।
এইরূপে
পঞ্চ স্তম্ভ
পঞ্চ স্তম্ভে সীমাবদ্ধ রাখা একটি কৌশলঃ
এজিদের পঞ্চ স্তম্ভ থেকে বের হয়ে না আসতে পারলে তুমি এজিদের মনোনীত ইসলামের আনুগত্য করে চল। ইসলামের আবির্ভাব পঞ্চ স্তম্ভের জন্য ছিল না। বরং জমিনে ন্যায়ের হুকামাত প্রতিষ্ঠার জন্য এসেছিল। আল্লাহ বলেনঃ কুন্তুম খাইরি উখরিজাতি মিনান নাস, তামারুনা বিল মারুফ
৯ অক্টোবর ৬৮০ খৃঃ
৯ অক্টোবর সন্ধ্যায় সেনাবাহিনী হোসেনের ক্যাম্পের দিকে অগ্রসর হয়। হুসাইন আব্বাসকে পাঠালেন ইবনে সা’দকে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে, যাতে তারা বিষয়টি বিবেচনা করতে পারে। ইবনে সা’দ এই অবকাশ দিতে রাজি হলেন।
হুসেন তার লোকদের বলেছিলেন যে তারা সবাই তার পরিবারের সাথে রাতের আড়ালে চলে
এজিদের তাবু
এজিদের তাবু ৬৮০ খৃস্টাব্দ
৯ অক্টোবর সন্ধ্যায় সেনাবাহিনী হোসেনের ক্যাম্পের দিকে অগ্রসর হয়। হুসাইন আব্বাসকে পাঠালেন ইবনে সা’দকে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে, যাতে তারা বিষয়টি বিবেচনা করতে পারে। ইবনে সা’দ এই অবকাশ দিতে রাজি হলেন।
হুসেন তার লোকদের বলেছিলেন যে তারা সবাই
জামায়াতের রাজনীতি ইসলামের নয়
ইসলামে রাজনীতির দর্শন হুকমত
এজিদ ও হোসেনের রাজনৈতিক দর্শন আব্দুল হামীদ ভাসানী যথাযথ অনুধাবন করেছিলেন। তাই ৬০ এর দশকে ভাসানী তদানীন্তন মুসলীম লীগ হতে সড়ে এসে পুর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন। আর তদানীন্তন এই মুসলীম লীগ আজ বাংলাদেশ জামায়েতী ইসলাম নামে প্রতিষ্ঠিত।
সালাত সর্বক্ষন
সালাত মানে কুরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ Close Following Quran . তাছাড়া ও সালাতের অনেক অর্থ আছে। যেমন দোয়া, আশীর্বাদ, স্মরণ, ট্রেনিং, কুরআন ইত্যাদি।
তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব (কুরআন) আবৃত্তি কর এবং নামাজ প্রতিষ্ঠিত কর। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। (২৯:৪৫) এখানে صلوة
এজিদের তাবু
এজিদের তাবু
রাত জাগে সব জংলী হায়েনা শিক্ষার আলো দেখতে চায় না মানুষের মত দেখতে হলেও সবাই কিন্তু মানুষ হয় না।।
থামলে কেন? চলতে হবে মারবে যত মারবি তত পথে আবার নামতে হবে লড়াই করেই বাচতে হবে। ধর্মটাকে সামনে রেখে নে কেড়ে নে আবেগটাকে
প্রতিবাদ কন্ঠ
ইসলামে রাজনীতিঃ
ইসলামে ধর্মের নামে রাজনীতি সৃষ্টির সূতিকা ঘর এজিদ। আর সে রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল পিতা মুয়াবিয়া।
এজিদই প্রথম হোসেনকে প্রতিপক্ষ করে ধর্মীয় আবেগের রাজনৈতিক প্রথা চালু করে। সে সময়ে এজিদের সমর্থনে কোন হিন্দু খৃষ্টান বা কাফের সপ্রদায় ছিল না। তৎসময়ের শ্রেষ্ট আলেমগনই এজিদের তাবুতে ছিল। আর
নূর না মাটিরঃ
১) বল, ‘আমি তো তোমাদের মত একজন মানুষ। ২) বল, আমি কি তোমাদের সকলের মত মানুষ?
উপরে উল্লেখিত বাক্য দুটি কখনোই একই মর্ম বা অর্থ প্রকাশ করে না। ২ য় বাক্যে কি প্রশ্নবোধক শব্দ থাকায় অর্য না বোধক দ্বারায়। মানে আমি তোমাদের মত মানুষ
জুম্মা মোবারক
______ সবাইকে জুম্মা মোবারকঃ
জুম্মার নামাজে সানি খোৎবায় ইমাম সাহেব প্রতিদিন বলেনঃ
ওয়াস সুলতানু যিলুল্লাহে ওয়াল আরদ। মান আকরামাহ আকরামাহুল্লাহ, ওয়া মান আহালানাহা আহালানাল্লাহু।
> মনযোগ দিয়ে শুনেন তো? না শুনলে নামাজই হবে না। শুনেন ঠিকই মাগার কি বলে মনে হয় বুঝেন
ব্যার্থ সালাত
সালাত মানে কুরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ Close Following Quran . তাছাড়া ও সালাতের অনেক অর্থ আছে। যেমন দোয়া, আশীর্বাদ, স্মরণ, ট্রেনিং, কুরআন ইত্যাদি।
তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব (কুরআন) আবৃত্তি কর এবং নামাজ প্রতিষ্ঠিত কর। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। (২৯:৪৫)
সিজদাহ – রুকু
সিজদা মানে মাটিতে মাথা লাগানো নয়। বরং তার মানে যথাযথ হুকুম বা বিধান মেনে চলে। (22:18)
তুমি কি দেখনা যে, আল্লাহকে সাজদাহ করে যা কিছু আছে আকাশমন্ডলীতে ও পৃথিবীতে – সূর্য, চাঁদ, নক্ষত্রমন্ডলী, পবর্তরাজি, বৃক্ষলতা, জীব-জন্তু এবং সাজদাহ করে মানুষের মধ্যে অনেকে? (২২:১৮)
কিন্তু আমরা ত
কোরানকে সংবিধান দাবী
কোরআনকে সংবিধান দাবী
আল-কুরআন ; বিজ্ঞান, কবিতা, সংবিধান বা আইনের কিতাব নয়। এটি একমাত্র হিদায়তের কিতাব। যারা কোরানকে রাষ্ট্রের সংবিধান করার দাবী করে তারা মুলত কোরআনকে নিজ ভাষায় কখনো পড়ে দেখেন নাই। হিদায়াত এতোই গুরুত্বপূর্ণ, পুরো কুরআনটাকেই আল্লাহ হিদায়াতের কিতাব বলছেন।
মানুষ প্রতিদিনই পথভ্রষ্ট
মালতীর হিসেব
মালতীর হিসেব আজো মিলেনি
স্বৈর শাসন দূরভীত করে নবীনের শপথ বৈষম্য বিহীন রাষ্ট্র উপহার দিবে।। ৩৬ শে জুলাই স্বৈরাচারের প্রাচীর ভেদিয়ে তারা আন্দোলনের বিজয় পতাকা ছিনিয়ে আনে। উল্লাসে সব জনতা মাতে দেশটা আজ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে বলে। ষড়যন্ত্রকারী সুযোগ বুঝে ঘাড়ে চেপে বসে নবীনের স্বপ্ন ন্যাসাৎ
কায়েমী সালাত VS দায়েমী সালাত
১) ( ফালা সদ্দাকা ওয়ালা সাল্লু ) فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ সে সত্য বলে নাই এবং সালাত আদায় করে নাই।
২) وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّ (ওয়া লাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লু) বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।
৩) فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ
প্রাণীকুলের সালাত বনাম মানুষের
কুকুরও নামাজ পড়ে তসবীহ পড়ে।
জমিনে বিচরনকারী সকলে এমন কি কুকুর এবং আকাশে উড্ডিয়মান পক্ষীকুলও নামাজ পড়ে। আশ্চর্য হওয়ার কিছু নেই। আসমান ও জমিনে বিচরনকারী সকল প্রানীই নামাজ পড়ে তসবীহ করে। বিশ্বাস হচ্ছে না? দেখে নিন আল্লাহ কি বলেনঃ “তুমি কি দেখনা, আল্লাহর পবিত্রতা
নিজ জাতির উদ্ধত আচরণে বিরক্ত হয়ে তাদেরকে ত্যাগ করে চলে যাওয়ার কারণে হযরত ইউনুস (আ.) বিপদে পড়ে যান।
যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন। অতঃপর লটারী করালে (তাঁর নাম) দোষী সাব্যস্ত হলেন। অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।[
আনুগত্য (يُطِعِ)
শয়তান কুরআনের সরল পথে বসে, মানবরূপী শয়তানদের মাধ্যমে মুমিনদের কে বিভ্রান্ত করার জন্য কুরআনের যে সকল শব্দ সমূহের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করেছে তার মধ্যে একটি হচ্ছে ‘আনুগত্য’ ( يُطِعِ )।
وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُو۟لَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّۦنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَۚ وَحَسُنَ
মানুষের শ্রেণীঃ
নিশ্চয় তোমরা স্তর থেকে স্তরে আরোহণ করিবে। (৮৪:১৯) لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ লাতারকাবুন্না তাবাক্কান আন তাবাক। অনুবাদঃ নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করবে।
শব্দার্থ: لَتَرْكَبُنَّ = তোমরা অবশ্যই আরোহণ করবে, طَبَقًا = স্তর, عَنْ = থেকে, طَبَقٍ = স্তরে, প্রশ্নঃ মানুষকে ধাপে ধাপে বা একস্তর থেকে আরেক স্তরে
কোরান চর্চা -০৩
প্রাথমিক আরবী গ্রামার পর্ব- ০৩ জমির (সর্বনাম)ঃ ইসিম এর পরিবর্তে যে পদ ব্যবহার হয় তাকেই জমির বলে। জমির তিন প্রকার। ১) মারফু ২) মানছুব ৩) মাজরুর। ১) মারফু (কর্তৃবাচ্য) কর্তার পরিবর্তে যেখানে বসে সেটা মারফু। পেশ থাকলে হয়। মারফুকে দূই ভাগে ভাগ করা যায়। ক) মুনতাছিল ( যুক্ত থাকলে) খ)
কোরান চর্চা পর্ব -২
__ইংরেজী শিক্ষিতদের কোরান চর্চা পর্ব-০২
কোরআনের হা ও না বাচক ১১টি শব্দশিখলে কোরআনের মোট ৭৭৫০০ শব্দ হতে ৫৭০০ শব্দ শিখা হয়ে যাবে।
হা বাচক শব্দকে বলে الاثبات (আল ইসবাত ) এবং নাবাচক শব্দকে বলে النفي ( আল নাফি )
১) লা ( لا )
সহজ পদ্ধতিতে কোরআন শিখতে চাই পর্ব ০১