হাদীস না থাকলে নামাজ তো দূরের কথা ইসলামের অস্তিত্ত থাকে না– অথচ এই হাদীস প্রণেতার নামে অকৃতজ্ঞ জাতী দরুদটাও পড়ে না। আব্বাসী
নামাজ আমাদের প্রধান ইবাদত। অথচ নামাজের বিস্তারিত কোন দিক নির্দেশনা কোরানে থেকে পাওয়া যায় না। এর জন্য নির্ভর করতে হয় হাদীসের উপর। হাদীস সৃষ্টি না হলে নামাজের রাকাত, ফরজ, সুন্নত, নফল নির্ধারন করাই সম্ভব হতো না। ইমাম বুখারী আমাদের নামাজের মত গুরুত্ত পুর্ণ এবাদত পালনের নিয়ম কানুন সৃষ্টি করে দেওয়ার জন্য জাতী এবাদত পরিপালনের দিক থেকে তার নিকট চির কৃতজ্ঞ। অথচ তার নামে দরুদ পড়া হয় না।
প্রশ্ন আসে হাদীস আবিষ্কার হওয়ার আগের মুসলিমরা কিভাবে সালাত আদায় করতেন? সে সময়ে সব মানুষ হাদীস অনুসরন না করে নামাজ পড়ায় না জানি কত ভুল ভাল নামাজ পড়েছেন ।
কিন্ত বর্তমানে সমস্যা টা হলো, হাদীস অনুযায়ী নামাজ পড়তে গিয়ে একেক জনের নামাজ একেক রকম হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে পরস্পর বিরোধীতা। কেউ এক নিয়ম মানে কেউ আবার অন্য নিয়ম মানে। এই ভিন্নতা থেকে মাজহাবের সৃষ্টি হতে থাকে। আর মাজহাব দিয়ে মুসলমান পরস্পরের বিরোধী, বিভক্ত ও দূর্বল হতে থাকলো।
দূর্বল এই জাতিকে নিয়ে বিশ্ব আজ হাসছে……
2 replies on “হাদীস না থাকলে ইসলামের অস্তিত্ত থাকে না–”
Hello, I enjoy reading through your article. I like to write a little comment to support you.
Thank you.May you write or comment my article.