চুড়ান্ত দিবস
যখন আকাশ বিদীর্ণ হইবে,ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়। এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে। ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্যগর্ভ হইবে এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।
হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিতে থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে। (84:1-6)
তোমাদের পুর্বেও বহু জাতি জনপদ ছিল। যা ধ্বংস করা হয়েছে। তোমাদেরকেও ধংস করা হবে এবং নতুন ভাবে সৃষ্টি করা হবে।
পৃথিবীর বয়স কত? হে মানুষ! তোমরা তা অনুমানও করতে পারবে না। বড় জোর আদম সৃষ্টি পর্যন্ত তোমাদের জ্ঞানের সীমাবদ্ধতা।

2 replies on “সেই দিন”
জনপথ সঠিক জনপদ । ধংস সঠিক ধ্বংস ।
Thank you