____ আরবী গ্রামার পর্ব -০১ (ভুমিকা) আরবী গ্রামার আর কোরানিক গ্রামার এক নয়। কোরান বুঝার জন্য যে গ্রামার জানা প্রয়োজন তা খুব সহজ, আরবী গ্রামারের মত অতটা জটিল নয়। সমগ্র কোরানে পুনারাবৃত্তি সহ মোট শব্দ সংখ্যা প্রায় ৭৮ হাজার। তন্মধ্যে মুল শব্দ মাত্র ১৮ হাজারের মত। ফলে ২০০ /২৫০ শব্দের সাথে পরিচয় হতে পারলে সমগ্র কোরান নিজ ভাষায় মোটামুটি বুঝে পড়া সহজ। #সমগ্র কোরানের এই ৭৮ হাজার শব্দকে মাত্র #তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যথাঃ ১) ইশিম ( اِسْمٌ ) ২) ফে’ল ( فِعْلٌ ) ৩) হরফ ( حَرْفٌ ) ইশিম – নাম, গুন,বা সর্বনাম বাচক শব্দগুলি ইশিম। ফে’ল – ক্রিয়াবাচক শব্দগুলো ফে’ল। এবং হরফ – অব্যয় বাচক শব্দ গুলোকে হরফ বলে। ধারাবাহিক ভাবে এগুলির আলোচনা করা হবে। তার আগে আরবী গ্রামারের কিছু প্রাথমিক ধারনা নেব। আরবীতে এক বা একাধিক বর্ণ দারা যদি অর্থ প্রকাশ হয় তাকে শব্দ বা কালিমাহ বলে। এই একাধিক শব্দ নিয়ে যদি একটি পুর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় তাকে বাক্য বা জুলমাহ বলে। এটাকে কালিমার বহুবচন হিসাবে কালিমাতুন ও বলে। শব্দ (الكَلِمَة) – আল-কালিমাহর সংজ্ঞা: الكَلِمَةُ হল এমন একটি একক অংশ যার নিজস্ব অর্থ থাকে। যেমন: “رَجُلٌ (একজন লোক)”, “كَتَبَ (লিখেছে)”, “فِي (ভিতরে)” ইত্যাদি। #শব্দ তিন প্রকার: ১️ ইসْম اِسْمٌ ইসমুন: নাম বা বস্তু নির্দেশ করে (যেমন: زَيْدٌ = জাইদ, كِتَابٌ = বই) ২️ ফে’লُ ( فِعْلٌ) ফে‘লুন ঃ কাজ বোঝায় (যেমন: ذَهَبَ = সে গেল, كَتَبَ = লিখল) ৩️ হারফ (حَرْفٌ) হারফুনঃ অর্থ স্পষ্ট করতে সহায়ক অব্যয় (যেমন: إِلَى = দিকে, فِي = মধ্যে। এবার আসা যাক বাক্য। ( الكَلاَمُ) আল-কালামু বা বাক্যকে আরবীতে জুমলাহ বলা হয়। জুমলাহর সংজ্ঞা: الكَلاَمُ হল এমন কয়েকটি শব্দ যা একত্রে পূর্ণ অর্থ প্রদান করে এবং কথা হিসেবে বোঝা যায়। যেমন: ذَهَبَ زَيْدٌ (জায়েদ গেল) — এটি একটি পূর্ণ বাক্য। আরবি বাক্য বা জুমলাহ সাধারণত দুই প্রকারঃ ১️ ইসমিয়া বাক্য ( الجُمْلَةُ – الإِسْمِيَّةُ৷) আল-জুমলাতুল ইসমিয়্যাহ। ইসম দিয়ে শুরু হয়। اللَّهُ غَفُورٌ = আল্লাহ পরম ক্ষমাশীল ২️ ফে’লিয়া বাক্য( الجُمْلَةُ الفِعْلِيَّةُ) আল-জুমলাতুল ফে’লিয়্যাহ। ফে’ল দিয়ে শুরু হয়। كَتَبَ الطِّفْلُ = শিশু লিখেছে। ১. إِسْمٌ (ইসম): كِتَابٌ (বই), ২. فِعْلٌ (ফে’ল): قَرَأَ (পড়েছে), ৩. حَرْفٌ (হারফ): فِي (মধ্যে), আল কোরআনের ৭৮ হাজার শব্দের মধ্যে ফেল অল্প কয়েকটি। হরফ প্রায় সবাই চিনি। তাই মাত্র ২৫০ টি ফেল ও ৬০-৭০ টি হরফকে বাদ দিলে সব ইশেম। তার মানে ইশেম শব্দ সংখ্যাই বেশী এবং গোটা কোরান জুরে। #এই ১০ টি পর্ব একটু মনোযোগ সহ জানলে আপনি মুফতি হবেন না ঠিক কিন্তু কোরআন নিজে বুঝে পড়তে পারবেন। বালাগাতে কোন ভুল অনুবাদ থাকলে তা সনাক্ত করতে পারবেন। কোন ত্রুটি পরিলক্ষিত হলে দয়া করে জানানোর অনুরোধ জানাচ্ছি। কপি রাইট মুক্ত। তাই কপি করে নিজ টাইম লাইনে সব কয়টি পর্ব একত্রে রেখে দিতে পারেন। #কোরান গবেষকদের মাঝে অনুবাদ নিয়ে তর্ক বিতর্ক পরিলক্ষিত হওয়া আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। কারো যদি এতটুকু উপকার হয়। আমি একজন ইংরেজী শিক্ষিত, তদুপরি নিজ প্রচেষ্টায় এতটুকু অর্জন সম্ভন হয়েছে। তাই মাদ্রাসার নাহুমীর নাহুসরফের জটিল অনুশীলন থেকে সহজ ভাবে ইংরেজী শিক্ষিতদের উপ্যোগী করে আরবী প্রাথমিক গ্রামার বইটি লিখার প্রচেষ্টা করেছি মাত্র। যাহা বিনা মুল্যে বিতরন। আপনার কাজে না লাগলেও আপনার সন্তানের কাজে লাগতে পারে কোরান শিখতে ও বুঝে পড়তে। মাত্র ৪ সপ্তাহের কোর্স।
Categories
