নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করবে।
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ
( লাতারকাবুন্না তাবাকান আন তাবাক।) সূরা ইনশিকাক আয়াত ১৯
শব্দার্থ: لَتَرْكَبُنَّ = তোমরা অবশ্যই আরোহণ করবে, طَبَقًا = ধাপ, عَنْ = থেকে, طَبَقٍ = ধাপে।
লাতাকরাবুন لَتَرْكَبُنَّ এর মুল শব্দ رْكَبُ রাকাব। রাকাব মানে আরোহন করা। এটি ক্রিয়াপদ। আর لَتَرْكَبُنَّ মানে নিশ্চয় তোমরা আরোহন করবে।
মানব জীবন চক্রের রহস্য এ আয়াতে ইংগীত করে।”মোরা আর জনমে হংস মিথুল ছিলাম”
নতুন শব্দ শিখলামঃ
১) رْكَبُ রাকাব = আরোহন করা।
২) طَبَقٍؕ তাবাক = ধাপ বা সিড়ি বা স্তর।