Categories
My text

কোরান প্রথম কখন কার উপর নাযিল

আদম আঃ এর উপর প্রথম কোরানের নির্দেশ নাযিল হয়েছিলঃ

➡️ ‘যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না (২:৩৮)।

➡️ ‘হে বনী আদম! যদি তোমাদের মধ্য হতে কোন রাসূল তোমাদের নিকট এসে আমার আয়াত বিবৃত করে তখন যারা সাবধান হবে এবং নিজেদের সংশোধন করবে, হলে তাদের কোন ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না (৭:৩৫)।

➡️ ‘আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎপথের নির্দেশ আসলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপথগামী হবে না ও দুঃখ-কষ্ট পাবে না ( ২০:১২৩)।❤

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

One reply on “কোরান প্রথম কখন কার উপর নাযিল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by ExactMetrics