Categories
Innovator

কোরান চর্চা পর্ব -২

__ইংরেজী শিক্ষিতদের কোরান চর্চা পর্ব-০২

কোরআনের হা ও না বাচক ১১টি শব্দশিখলে কোরআনের মোট ৭৭৫০০ শব্দ হতে ৫৭০০ শব্দ শিখা হয়ে যাবে।

হা বাচক শব্দকে বলে الاثبات (আল ইসবাত )
এবং নাবাচক শব্দকে বলে النفي ( আল নাফি )

১) লা ( لا ) নেই/না। যেমন: لَا رَيْبَۛۚۖ فِيْهِۛۚ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
ইহাতে কোন সন্দেহ নাই, ( বাকারা – ২)

২) নাআ’ম ( نعم ) আছে/হা যেমনঃ ( আরাফ -১১৪ ) قَالَ نَـعَمْ সে বলিল হ্যা,

৩) ইল্লা ( ا لا ) ছাড়া/ব্যতিত যেমনঃ ( বাকারাঃ২৬)

৪) কাল্লা ( كلا ) কখনো না। ** এটি Verb এর সাথে ব্যবহার হয় না। যেমনঃ ( মাআ’রিজ-৩৯)

৫) লান ( لن ) কিছুতেই না । এটি Verb এর সাথে ব্যবহার হয়ে থাকে। যেমনঃ (ইনশিকাক -১৪)

৬) লাম ( لم ) নাই/ না। ভবিষ্যৎ শব্দের সামনে বসে এটি শব্দটিকে Past করে দেয়। যেমনঃ (এখলাসঃ ৩)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ

৭) মা ( ما ) যা/না। যেমনঃ (২ঃ৮)

৮) লাইসা ( ليس ) না/নয় । যেমন – (ত্বীনঃ৮)

৯) বালা ( بلى ) অবশ্যই। যেমনঃ (ইনশিকাকঃ ১৫)
৷ بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ ؕ- অবশ্যই ফিরিয়া যাইবে;

১০) গাইর ( غير ) অবশ্যই না। যেমনঃ (ফাতেহাঃ৭)

১১) দুনা ( دون ) ব্যতীত/ছাড়া। যেমনঃ (২ঃ২৩)
مِّنْ دُوْنِ اللّٰهِ আল্লাহকে ছাড়া।

#এভাবে মাত্র ১০ টি পর্ব অনুসরন করে মাত্র ৫০ টি শব্দ শিখলে কোরানের মোট শব্দ ভান্ডারের (৭৭৫০০) এর  ৫১% শব্দ আয়ত্ত করা হয়ে যাবে এবং কোরান বুঝা সহজ হয়ে উঠবে।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by ExactMetrics