Categories
Blog

কোরানকে বিভক্ত

__ الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ

 যারা কুরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছে।

আপনি এ আয়াতে থেকে কি বুঝলেন আর ইবনে কাসির কি বুঝেছেন?  আয়াতে কোন জটিল শব্দ আছে কি?  যা বুঝতে কাসিরের স্মরনাপন্ন হওয়ার প্রয়োজন?

১) الَّذِينَ – (আল্লাযীনা) =  যাহারা ২) جَعَلُوا – (জা‘লূ)  =  তারা বানিয়েছে ৩) الْقُرْآنَ – (আল-কুরআনা) = কুরআন ক্রিয়ার কর্ম (যা তারা করেছে) ৪) عِضِينَ – (‘ইদীন) = টুকরো টুকরোয় বিভক্ত

তারকিবঃ عِضِينَ → দ্বিতীয় مفعول به বা حال (অর্থাৎ তারা কুরআনকে এমন অবস্থায় বানিয়েছে যে এটি টুকরো টুকরো হয়ে গেছে)

পূর্ণ তরকিব:الَّذِينَ مبتدأ (আল্লাযীনা) — এর সাথে সম্পর্কিত খবর (বর্ণনা) হলো পরবর্তী বাক্য جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ।

অর্থ: “যারা কুরআনকে বিভিন্ন ভাগে ভাগ করেছে।”

শিক্ষা: আল্লাহর কিতাবকে খণ্ড খণ্ড করা, নিজ স্বার্থে ব্যাখ্যা করা বা অস্বীকার করা মারাত্মক অপরাধ।

অনেকে আবার দাবী করেন আয়াতের আগের ও পরের আয়াত দেখতে হবে, নচেত বুঝা যাবে না কি বুঝাতে চেয়েছে এ আয়াত দ্বারা।  তাদের জন্য ৫টি আয়াত একত্রে দিলাম।

” যারা কোরআনকে খন্ড খন্ড করেছে।  আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। ওদের কাজকর্ম সম্পর্কে।অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের ভ্রুক্ষেপ করবেন না। বিদ্রুপকারীদের জন্যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট।”( সূরা হিজর ৯১ টু ৯৫)

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *