এজিদের তাবু
রাত জাগে সব জংলী হায়েনা শিক্ষার আলো দেখতে চায় না মানুষের মত দেখতে হলেও সবাই কিন্তু মানুষ হয় না।।
থামলে কেন? চলতে হবে মারবে যত মারবি তত পথে আবার নামতে হবে লড়াই করেই বাচতে হবে। ধর্মটাকে সামনে রেখে নে কেড়ে নে আবেগটাকে ধোকায় পড়ে বুদ্ধু সবে এজিদের তাবু শক্ত করে।।
পথের বাকে পথ হারায়ে আবার খুজিস কিসের তরে ধর ঝান্ডা তুই শক্ত হাতে হোসেনের তাবু ফিরিয়ে পেতে বাঁচতে হলে লড়তে হবে লড়তে হবে ন্যায়ের পথে।।
