Categories
Blog My text

ইয়াকীন

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ

এবং ইবাদত কর  = ওয়া আবুদু (وَاعْبُد )

তোমার রবের = রাব্বুকা ( رَبَّكَ ) 

যতক্ষন পর্যন্ত না = হাত্তা  ( حَتّٰى ) 

তোমার কাছে না আসে = ইয়া ইয়াতিইয়াকা

দৃঢ় বিশ্বাস = ইয়াকীন  ( الْيَـقِيْنُ ) 

১) তুমি তোমার রবের ইবাদত কর যতক্ষন পর্যন্ত না দৃঢ় বিশ্বাস অর্জন হয়।

২) চুড়ান্ত বিশ্বাসে না পৌছা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর।

৩) দৃঢ় বিশ্বাস না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর।

৪) তোমার রবের ইবাদত কর যতক্ষন না বিশ্বাসের ভিত দৃঢ় হয়।

৫) তুমি তোমার রবের ইবাদত কর যতক্ষন না মৃত্যু আসে।

এই পাচটি অনুবাদের কোনটি আপনার নিকট বালাগাত অনুযায়ী সঠিক মনে হয়।  সূরা হিজরের সর্বশেষ আয়াত।

الإيمان (ঈমান) = না দেখে বিশ্বাস।

 اليقين ( ইয়াকীন) = নিশ্চিত হয়ে দৃঢ় বিশ্বাস

ঈমান ও ইয়াকীন — শব্দ দুটির, বাংলা অর্থ  কি?

১. শব্দ দুটির আরবী মূল ও বাংলা অর্থ:

الإيمان (ঈমান)

মূলধাতু: آمنَ (আমানা)

অর্থ: বিশ্বাস করা, নিরাপদ থাকা, নিশ্চিত হওয়া।

বাংলা অর্থ:
ঈমান মানে: অন্তরে দৃঢ় বিশ্বাস, মুখে স্বীকৃতি, ও কাজে প্রমাণ।

اليقين ( ইয়াকীন)

মূলধাতু: يَقَنَ (ইয়াকানা)
অর্থ: সন্দেহহীন নিশ্চিত জ্ঞান।

বাংলা অর্থ:
ইয়াকীন মানে: এমন দৃঢ়তা যা আর সন্দেহ বা দোলাচলে পড়ে না।

 কোরআন থেকে উদাহরণ:

 الإيمان (ঈমান)

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا…

নিশ্চয়ই মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনে, তারপর আর সন্দেহ করে না…(৪৯:১৫)

এখানে ঈমান মানে নির্ভেজাল বিশ্বাস ও সন্দেহহীন স্বীকৃতি।

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ… وَالْمُؤْمِنُونَ…

রাসূল বিশ্বাস স্থাপন করেছেন তাঁর প্রতি যা অবতীর্ণ হয়েছে… এবং মুমিনরাও।(২:২৮৫)

 اليقين (ইয়াকীন) – কোরআনের আয়াত:

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ

দৃঢ় বিশ্বাস অর্জিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ‘ইবাদত কর। (১৫:৯৯)

সুরা তাকাসুর (১০২:৫–৭)
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ * ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ * كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ

না, তোমরা অবশ্যই জানতে পারবে। না! যদি তোমরা জানতে ‘ইলমুল-ইয়াকীন’ – নিশ্চিত জ্ঞান।(১০২:৫-৭)

এখানে ‘ইলমুল-ইয়াকীন’ অর্থ: এমন জ্ঞান যা ১০০% সঠিক ও সন্দেহমুক্ত।

إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ

নিশ্চয়ই এটি হল ‘হক্কুল ইয়াকীন’ – চূড়ান্ত সত্যের নিশ্চিত জ্ঞান। (৫৬:৯৫)

ঈমান (الإيمان) = বিশ্বাস, নিরাপত্তা

ইয়াকীন (اليقين) = নিশ্চিত জ্ঞান

ঈমান হলো ইসলামের মূল ভিত্তি, যার মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম হয়।

ইয়াকীন হলো ঈমানের গভীরতা ও দৃঢ়তা, যা একজন ব্যক্তিকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে।

  • কুরআনে “علم اليقين” (ইলমুল ইয়াকীন), “عين اليقين” (আইনুল ইয়াকীন), ও “حق اليقين” (হক্কুল ইয়াকীন) — এই তিনটি ধাপে “ইয়াকীন” (নিশ্চিত জ্ঞান বা বিশ্বাস) এর এক অলৌকিক ও গভীর স্তরবিন্যাস পাওয়া যায়।

নিচে প্রতিটি স্তরের বিস্তারিত ব্যাখ্যা, কোরআনিক উদাহরণ ও বাস্তব জীবন সম্পর্ক দেওয়া হলো।

১. علم اليقين — জ্ঞানসূত্রে নিশ্চিত বিশ্বাস।

অর্থ: ‘ইলমুল ইয়াকীন’ হল এমন বিশ্বাস যা নির্ভরযোগ্য তথ্য বা সূত্রের মাধ্যমে আসে।
উদাহরণ: আগুন সম্পর্কে আপনি শুনেছেন, পড়েছেন, জানেন—তবে এখনও দেখেননি।

কুরআনের উদাহরণ:

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ

❝না, যদি তোমরা জানতে ‘ইলমুল ইয়াকীন’ (নিশ্চিত জ্ঞানের মাধ্যমে)।❞ (১০২:৫)

এখানে বলা হচ্ছে—তোমরা যদি বাস্তব নিশ্চিত জ্ঞান পেতে, তাহলে তোমাদের দুনিয়ার মগ্নতা কাটতো।

২. عين اليقين — চোখে দেখে নিশ্চিত হওয়া
অর্থ: ‘আইনুল ইয়াকীন’ হল এমন জ্ঞান যা চোখে দেখে প্রতক্ষ্য অভিজ্ঞতায় আসে।

কুরআনের উদাহরণ:

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ

তারপর তোমরা তা দেখবে ‘আইনুল ইয়াকীন’ (চোখে দেখা নিশ্চিতভাবে)। (১০২:৭)

এখানে জাহান্নামকে দেখার প্রসঙ্গে বলা হচ্ছে—তোমরা একদিন নিজ চোখে তা দেখবে, সন্দেহ থাকবে না।

৩. حق اليقين — নিজ অভিজ্ঞতায় চূড়ান্ত নিশ্চিত জ্ঞান।

অর্থ: ‘হক্কুল ইয়াকীন’ হল এমন নিশ্চিত জ্ঞান যা কেবল দেখা নয়, বরং অভিজ্ঞতায় প্রমাণিত হয়।

কুরআনের উদাহরণ:

إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ

❝নিশ্চয়ই এটি ‘হক্কুল ইয়াকীন’ – চূড়ান্ত সত্য।❞(৫৬:৯৫)

এটি আল্লাহর বাণীর ও আখিরাতের ব্যাপারে চূড়ান্ত সত্যের ইঙ্গিত করে, যা মানুষ অভিজ্ঞ তার মাধ্যমে বুঝবে।

উপসংহার: এই তিনটি স্তর আমাদের ঈমান ও ইয়াকীনের উন্নয়ন বুঝতে সাহায্য করে।

মানুষ প্রথমে শোনে বা পড়ে (ইলমুল ইয়াকীন),

তারপর দেখে (আইনুল ইয়াকীন),

শেষত অভিজ্ঞতায় বুঝে (হক্কুল ইয়াকীন)।

 

১) ইলমুল ইয়াকিন ( জ্ঞানের মাধ্যমে)

كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ

( কাল্লা লাও তা’আলামুনা ইলমাল ইয়াকীন)
সাবধান ! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হইতে না।(১০২:৫)

২) হাক্কুল ইয়াকিন (দেখা ও অভিজ্ঞতার মিশ্রনে)
اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْيَـقِيْنِۚ

( ইন্না হা যা লাহুওয়া হাক্কুল ইয়াকীন)
ইহা তো ধ্রুব সত্য। (৫৬:৯৫)

৩) আইনুল ইয়াকিন ( প্রত্যক্ষ করে)

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ

( ছুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকীন)
আবার বলি, তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে। (১০২:৭)

 

ইয়াকীন শব্দটি কোরানে সরাসরি রয়েছে 6 টি আয়াতে এবং রুপান্তরিত ভাবে আছে মোট 27;টি আয়াতে। সবগুলি আয়াতের রেফারেন্স নীচে দেয়া হল। মিলিয়ে দেখে নিন। ইয়াকীন মুল শব্দটির বাংলা কি? অতঃপর ১৫ নং সুরা হিজরের ৯৯ আয়াতটির বাংলা অনুবাদ করে দেখুন কি দাড়ায়??

1. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস রাখে 2:4:12

2. يُوقِنُونَ (যারা) বিশ্বাস করে 2:118:24

3. يُوقِنُونَ (যারা) দৃঢ় বিশ্বাসী 5:50:10

4. تُوقِنُونَ তোমরা দৃঢ় বিশ্বাস কর 13:2:26

5. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস রাখে 27:3:9

6. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস করতো 27:82:16

7. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস করে 30:60:10

8. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস করে 31:4:9

9. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস করতো 32:24:10

10. يُوقِنُونَ (যারা) দৃঢ় বিশ্বাস করে 45:4:9

11. يُوقِنُونَ (যারা) দৃঢ় বিশ্বাস করে 45:20:7

12. يُوقِنُونَ (কোন কথায়) তারা বিশ্বাস করে 52:36:7

13. يَقِينًۢا নিঃসন্দেহে 4:157:34

14. ٱلْيَقِينُ মৃত্যু 15:99:5

15. يَقِينٍ নিশ্চিত 27:22:14

16. ٱلْيَقِينِ ধ্রুব 56:95:5

17. ٱلْيَقِينِ সুনিশ্চিত 69:51:3

18. ٱلْيَقِينُ দৃঢ়বিশ্বাস (মৃত্যু) 74:47:3

19. ٱلْيَقِينِ নিশ্চিত 102:5:5

20. ٱلْيَقِينِ প্রত্যয় 102:7:4

21. ٱلْمُوقِنِينَ দৃঢ় বিশ্বাসীদের 6:75:9

22. مُّوقِنِينَ দৃঢ় বিশ্বাসী 26:24:9

23. مُوقِنُونَ দৃঢ় বিশ্বাসী 32:12:16

24. مُّوقِنِينَ নিশ্চিত বিশ্বাসী 44:7:8

25. لِّلْمُوقِنِينَ দৃঢ় বিশ্বাসীদের জন্যে 51:20:4

26. بِمُسْتَيْقِنِينَ দৃঢ় বিশ্বাসী 45:32:22

27. لِيَسْتَيْقِنَ দৃঢ় বিশ্বাস করে যেন 74:31:14

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by ExactMetrics