ওহী শব্দের অর্থ জ্ঞান, যে জ্ঞান প্রাপ্ত, সে তো ওহী প্রাপ্ত।
আসমানী কিতাব একখানা, শুরু থেকে শেষ পর্যন্ত,কোনো পরিবর্তন নাই, শুধু ভাষার পরিবর্তন হয়েছে মাত্র,
ইহাই আল্লাহ্র বিধান-প্রাচীন কাল হইতে চলিয়া আসিতেছে, তুমি আল্লাহ্র বিধানে কোন পরিবর্তন পাইবে না। (৪৮ঃ২৩)
আর বিভিন্ন ভাষায় ওহী প্রাপ্ত রা যখন নিজের মাতৃ ভাষায় কিতাব কে সংস্করণ করেছেন, তখন পূর্বে ওহী প্রাপ্ত দের কাহিনীও সংযুক্ত করা হয়েছে,
ইন্জিল শব্দের অর্থ সুসংবাদ
তাওরাত শব্দের অর্থ বিশেষ আইন
ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা যাচাই কারি
যবুর শব্দের অর্থ বিশেষ সুর,
সর্বশেষ বনী ঈসরায়েলের যে ব্যাক্তী এরাবিয়ান ভাষায় কিতাব সংস্করণ করেছেন তার নাম আহমেদ,
এর আগের জ্ঞান প্রাপ্ত ব্যাক্তীর নাম ঈসা,যিনি সুরিয়ানি ভাষায় কিতাব সংস্করণ করেছেন,
তার আগের জ্ঞান প্রাপ্ত ব্যাক্তীর নাম মূসা, যিনি হিব্রু ভাষায় কিতাব সংস্করণ করেছেন, আল্লাহ কোরানে বলেনঃ
আমি প্রত্যেক রাসূলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কার ভাবে ব্যাখ্যা করিবার জন্য, আল্লাহ্ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।(১৪ঃ৪)
অন্যদিকে…..
মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, এটা আদম জাতের পদবি মাত্র, মুহাম্মদ কারো পিতা, ছেলে, নানা,দাদা, বড়দাদা নন,,
মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহে ; বরং সে আল্লাহ্র রাসূল এবং শেষ নবী। আল্লাহ্ সর্ববিষয়ে সর্বজ্ঞ। ( ৩৩ঃ৪০)
মুহাম্মদ একজন রাসূল মাত্র; তাহার পূর্বে বহু রাসূল গত হইয়াছে। (৩ঃ১৪৪)
মুহাম্মদ সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত বিদ্যমান।