নবীর সব কিছু অনুসরন করার বৈধিতা নেই।
হে নবী! আমি তোমার জন্য বৈধ করেছি — তোমার সেই স্ত্রীদের, যাদের মহর তুমি প্রদান করেছ; আর (বৈধ করেছি) তোমার ডান হাত যাদের অধিকারী হয়েছে (অর্থাৎ বন্দিনী নারীগণ), যাদের আল্লাহ তোমার জন্য অর্জিত করেছেন; আর তোমার পিতৃকুলের কন্যাগণ, তোমার পিতৃকুলের ফুফুদের কন্যাগণ, তোমার মাতৃকুলের মামাদের কন্যাগণ ও তোমার মাতৃকুলের খালাদের কন্যাগণ — যারা তোমার সঙ্গে হিজরত করেছে; আর সেই বিশ্বাসী নারী, যে নিজেকে নবীর প্রতি নিবেদন করে যদি নবী চান তাকে বিবাহ করতে — এটি বিশেষভাবে তোমার জন্য বৈধ, বিশ্বাসীদের জন্য নয়। আমি জানি, আমি বিশ্বাসীদের ওপর তাঁদের স্ত্রী ও দাসীদের বিষয়ে কী বিধান দিয়েছি, (কিন্তু) তোমার ওপর যেন কোনো সংকোচ না থাকে। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
(সুরা আহযাব আয়াত ৫০)
