Categories
My text

অনুবাদ বিভ্রাট গায়েব

গায়েব – ঈমান – আমল – মালাইকা-জান্নাত – জাহান্নাম – সালাত – সিয়াম – হজ – যাকাত ইত্যাদি আরবী শব্দ গুলির অনুবাদ এমন ভাবে আমাদের মাথায় জায়গা করে বসে আছে যে মালাইকা বললেই আমরা বুঝে নেই ফেরেস্তা। আর ফেরেস্তা হল এমন এক অদৃশ্য সত্তা যা বিশাল আকৃতির, আল্লাহর আজ্ঞাবাহী সৈনিক। যার দুটি ডানা আছে। ইত্যাদি ইত্যাদি। তেমনি গায়েব আরবী শব্দ বলতে বুঝি অদৃশ্য বিষয় বা বস্ত যা দেখা যায় না।  আভিধানিক অর্থ ঠিক থাকলেও কোরানের কনটেক্সট অনুযায়ী গায়েব অর্থ তা নয়।  এ শব্দ গুলির কোরানের টার্মে অনুবাদ জানা না থাকলে পুর্ব ধারনায় রক্ষিত অনুবাদ আপনাকে আল্লাহর উপদেশ বুঝতে ব্যার্থ করবে। তাই এসব ধারাবাহিক আলোচনা জরুরী।

আজ গায়েব নিয়ে প্রথম আলোচনা করবো।

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ

আল্লাযীনা (الَّذِيْنَ) = যাহারা
ইউমেনুনা (يُؤْمِنُوْنَ) = বিশ্বাস স্থাপন করে
বিল গায়েব (بِالْغَيْبِ) গায়েবের প্রতি
ওয়া আকিমুস ( وَ يُقِيْمُوْنَ) এবং প্রতিষ্ঠিত রাখে
সালাত (الصَّلٰوةَ) নামাজ।

যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে।,( ২:৩)

বিল গায়েব بِالْغَيْبِ এর বাংলা কি অদৃশ্য?

অদৃশ্য তো সেই জিনিষ যা বর্তমান আছে কিন্তু দেখা যায় না। দেখা সম্ভব নয়। ইংরেজীতে Invisible. যেমন বলা যায় বাতাস। এটি উপস্থিত আছে কিন্তু অদৃশ্যমান।

কিন্তু কোরানের পরিভাষায় গায়েব বলতে বুঝায় Visible /Unseen/ Not yet seen) এমন বিষয় বস্তুকে। যাকে বাংলায় বলতে পারি “অদূেখা” – যা দেখা হয় নি। 

অবশ্যই তা দেখা যায় তবে বর্তমানে উপস্থিত নেই। হয়তো অতীতে ঘটে গেছে আমি দেখিনি কিংবা ভবিষ্যতে ঘটবে যা পড়ে দেখতে পাব। যেমন মালাইকা, কিয়ামত, আখেরাত, জান্নাত, জাহান্নাম,আল্লাহ ইত্যাদী গায়েব বিষয় বস্তু। বর্তমানে নেই তবে ভবিষ্যতে অবশ্যই দেখা যাবে। যেমন নবী ঈসা, মুসা তারা আমার নিকট অতীত। তাই দেখতে পাচ্ছি না। তবে ভবিষ্যতে দেখতে পাব। তাই তারা গায়েবের অন্তরভুক্ত বলে সম্বোধন করা হয়েছে। তারা অদৃশ্য নয়। অদৃশ্য হল বর্তমানে আশে পাশে আছে কিন্তু দেখা যায় না এমন কিছু।

সুতরাং আরবী গায়েব بِالْغَيْبِ শব্দের আভিধানিক অর্থ অদৃশ্য হলেও কোরানের কনটেক্সট এ এর অর্থ আল্লাহ অদৃশ্য বুঝান নাই। বুঝিয়েছেন Must be Visible but past or future. Not Present. বাংলায় ” অদেখা “। 

আল্লাহ বলুন, আখেরাত বলুন, জান্নাত বলুন, মালাইকা বলুন, নাবী বলুন — সব দেখা যাবে এক সময়। তবে বর্তমানে নয় এমন বিষয় বা বস্তুকেই গায়েব بِالْغَيْبِ বলে উল্লেখ করেছেন মানুষকে উপদেশ দিতে গিয়ে।

** যারা নিরাপত্তা বজায় রাখে গায়েবের সাহায্যে। ( যার দেখা এখনো হয়নি,গায়েব) তার মানে যারা নিরাপত্তা বজায় রাখে গায়েবের মাধ্যমে অর্থাৎ সেই জিনিষ গুলোর মাধ্যমে যেগুলো Present নাই। গায়েব মানে অদৃশ্য নয়।

গায়েব = অদৃশ্য। অনুবাদ সঠিক নয়। ( Un seen, Not yet seen, পক্ষান্তরে অদৃশ্য হল Invisible) যা দেখা হয় নি, ভবিষ্যতে হবে বা অতীতে ঘটে গেছে কিন্তু দেখা হয় নি। বা ভবিষ্যতে দেখতে পারি এমন কিছু। আর অদৃশ্য মানে যা বর্তমানেও বিরাজমান কিন্তু দেখা যায় না, যেমন বাতাস। সুতরাং অদৃশ্য এবং অদেখা আলাদা বিষয়।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by ExactMetrics