Categories
Blog

সৃষ্টিতে চিন্তা

কখনো কি মনে প্রশ্ন জাগে না?

আল্লাহ কুরানে একাধিকবার বলেছেন-:

★ আসমান সাতটি।

★ আমার আরশ ধারণ করে আছে আটজন ফেরেস্তা।

★ আমার ফেরেস্তাগণ দুই দুই, তিনি তিন, চার চার পাখা বিশিষ্ট।

★ আমি আসমান জমিন সৃষ্টি করেছি ছয় দিনে।

★ পৃথিবী সৃষ্টি করেছি দুই দিনে,