Categories
My text

মোল্লা ও পুরোহিত

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِيْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ )فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْ
(9:34)

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ( ইয়া আয়ূহাল্লাযিনা) — ওহে মুমিনগণ

كَثِيْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ
( কাছিরাম মানাল আহাবারী ওয়ার রুহবানী)
-পন্ডিত ও সন্যাসীর মধ্যে অনেকেই

لَيَاْكُلُوْنَ ( লা ইয়া কুলুনা) – ভক্ষণ করিয়া থাকে

اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ( আমওয়া লান নাস বিল বাতিলা) মানুষের ধন সম্পদ অবৈধ ভাবে।

وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ ( ওয়া ইয়াসুদ্দূনা আন সাবিলিল্লাহ) এবং আল্লাহর পথ হতে বাধা প্রদান করে

وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ ( ওয়াল্লাযিনা ইয়াকনিঝুনা)
এবং যারা মজুদ করে রাখে

الذَّهَبَ وَالْفِضَّةَ ( ওয়াজ্জাহাবা ওয়াল ফিদ্দাতা) স্বর্ণ ও রৌপ্য

وَلَا يُنْفِقُوْنَهَا ( ওয়া লা ইয়ানফিকুনাহুম) এবং ব্যায় করে না।

فِىْ سَبِيْلِ اللّٰهِۙ ( ফী সাবিলিল্লাহে) আল্লাহর পথে
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ (ফাবাস্সারহুম বি আজাবিন আলীম) তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও।

হে মু’মিনগণ! পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকেই লোকের ধন-সম্পদ অন্যায় ভাবে ভোগ করিয়া থাকে এবং লোককে আল্লাহ্‌র পথ হইতে নিবৃত্ত করে। আর যাহারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং আল্লাহ্‌র পথে ব্যয় করে না উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও।(9:34)

اِشْتَرَوْا بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا فَصَدُّوْا عَنْ سَبِيْلِهٖ‌ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

(৯:৯)

اِشْتَرَوْا (ইশতারাও) যা তারা বিক্রয় করে

بِاٰيٰتِ اللّٰهِ ( বি আয়য়াতুল্লাহি) আল্লাহর আয়াতের বিনিময়ে
ثَمَنًا قَلِيْلًا ( ছামানান কালিলান) সামান্য মূল্যে

فَصَدُّوْا عَنْ سَبِيْلِهٖ‌ ( ফাসাদ্দু আন ছাবীলিহি)
এছাড়া তারা বাধা দেয় তাঁর পথে

ؕ اِنَّهُمْ سَآءَ (ইন্নাহু সাআ) নিশ্চয় তারা অতি নিকৃষ্ট

مَا كَانُوْا يَعْمَلُوْنَ ( মা কানু ইয়ামালুনা)
যা তারা করে আসছিল

তাহারা আল্লাহ্‌র আয়াত সমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করে এবং তাহারা লোকদেরকে তাঁহার পথ হইতে নিবৃত্ত করে; নিশ্চয়ই তাহারা যাহা করিয়া থাকে তাহা অতি নিকৃষ্ট! (9:9)

সুতরাং উহাদের সম্পদ ও সন্তান-সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে ; আল্লাহ্ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান ; উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহত্যাগ করিবে। (9:85)

Verified by ExactMetrics