সাধারন ভাবে আমরা বুঝি ধর্ম যুদ্ধে বা আল্লাহর পথে মারা গেলে শহীদ। কিন্তু আল্লাহর বর্ননায় শহীদ তাকেই বলে যারা ঈমান আনে আল্লাহ ও তার রাসুলের প্রতি তারাই শহীদ ও সিদ্দীক।
যাহারা আল্লাহ্ ও তাঁহার রাসূলে ঈমান আনে, তাহারাই তাহাদের প্রতিপালকের নিকট সিদ্দীক ও শহীদ।(৫৭:১৯)
পক্ষান্তরে ফীসাবিলিল্লাহে মৃত্যু বরন করা ব্যক্তিকে শহীদ না বলে তওবা কবুল কারীর অন্তরভুক্ত করে আল্লাহ নিজে শাহাদুন হয়ে সরাসরি বিচার বিহীন জান্নাতে প্রবিষ্ট করান এবং তাঁর পক্ষ হতে নিয়মিত রিজিক প্রদান করে থাকেন।
এ এক মহামানবদের জন্য মহা পুরস্কার। সকল নবী রাসুল গন এ পুরস্কার প্রাপ্ত। সাধারন মানুষের মধ্যে যারা আল্লাহর রাস্তায় জিহাদে মৃত্যু বরন করে তাহারাও এ মর্যদা লাভ করে। ইহা মহাসাফল্য।
ফীসাবিলিল্লাহ ( আল্লাহর রাস্তায় যারা মৃত্যু বরন করেন) এর সাক্ষী আল্লাহ নিজে। তাই তারা সর্বোচ্চ মর্যদা বান। তাদের আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন এই জন্য যে মারা যাওয়ার পরও আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। তার মানে তারা কিয়ামত হাশর – বিচারের সম্মুখিন না হয় সরাসরি জান্নাতে দাখিল হয়ে থাকেন। তাই আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্তের ঘোষনা দেয়া হয়েছে এবং মৃত বলতে নিষেধ করেছেন। সুরা ইমরানের ১৬৯ আয়াতে সে কথাই ঘোষনা করা হয়েছে। নবী রাসুল গন এর আওতায়। তাঁহারা আল্লাহর রাস্তায় রত থাকা অবস্থায় মৃত্যু বরন করেন বলে তাঁরা মৃত নয়। জান্নাতবাসী সরাসরি এবং আল্লাহর পক্ষ থেকে রিযিক প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জিহাদ রত অবস্থাতে যদি নবী রাসুল ছাড়াও কোন সাধারন মানুষ মৃত্যু বরন করেন আল্লাহ তাদেরকেও এ নেয়ামত দান করেন। এটি সাধারন মানুষের জন্য মহাসাফল্য।
وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ
যাহারা আল্লাহ্র পথে নিহত হইয়াছে তাহাদের কখনই মৃত মনে করিও না, বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা জীবিকাপ্রাপ্ত। (৩:১৬৯)
পক্ষান্তরে শহীদ- সিদ্দীক- সৎকর্মশীলদের এ রকম আল্লাহর তরফ থেকে রিযিক প্রাপ্ত অর্থাৎ সিরাসরি বিচার ছাড়া জান্নাতে যাওয়ার কোন ওয়াদা আল্লাহ করেন নাই।
আল্লাহর দৃষ্টিতে শহীদ-সিদ্দীক-সৎকর্মশীল কাহারা সে কথাও আল্লাহ সুরা হাদীদে ব্যক্ত করে দিয়েছেনঃ
وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۤ اُولٰٓٮِٕكَ هُمُ الصِّدِّيْقُوْنَۖ
যাহারা আল্লাহ্ ও তাঁহার রাসূলে ঈমান আনে, তাহারাই তাহাদের প্রতিপালকের নিকট সিদ্দীক ও শহীদ। (৫৭:২৯)
শহীদ আর ফীসাবিলিল্লাহ এর মধ্যে পার্থক্য এটাই। সাধারন ভাবে আমরা বুঝি ধর্ম যুদ্ধে বা আল্লাহর পথে মারা গেলে শহীদ। কিন্তু আল্লাহর বর্ননায় শহীদ হল যারা ঈমান আনে আল্লাহ ও তার রাসুলের প্রতি এবং সৎকর্ম করে ( আমলে সালেহ) তারাই শহীদ ও সিদ্দীক।