Categories
Blog

পাঠ পর্যালোচনা পর্ব -03

_____ পাঠ পর্যালোচনা পর্ব – 03

যাহারা তাহাদের  সালাতে  সদা প্রতিষ্ঠিত,(৩৯:২৩) الَّذِيْنَ    هُمْ    عَلٰى    صَلَاتِهِمْ     دَآٮِٕمُوْنَ.

(আল্লাজিনা – হুম – আ’লা –  সালাতিহিম – দাইমুন)

মাত্র ৫টি শব্দ নিয়ে এ আয়াতটি। গ্রামার জানার আগে প্রথমে আমাদের কোন শব্দের আদল বা মুল শব্দ নিরুপন করা শিখতে হবে।

Categories
My text

দায়েমি সালাতঃ

আল্লাহ কেমন সালাতের নির্দেশ দেনঃ 

সে সত্য বলে নাই এবং সালাত আদায় করে নাই। فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল। وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّ সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের, فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ যাহারা তাহাদের সালাত সম্বন্ধে উদাসীন, الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ (