Categories
Blog

ধ্যান ও দাওয়াত

আল্লাহ কুরানে একাধিকবার বলেছেন—

আসমান সাতটি।

আমার আরশ ধারণ করে আটজন ফেরেস্তা।

আমার ফেরেস্তাগণ দুই দুই, তিন, চার পাখা বিশিষ্ট।

আমি আসমান-জমিন সৃষ্টি করেছি ছয় দিনে।

পৃথিবী সৃষ্টি করেছি দুই দিনে,

পৃথিবীর গাছপালা, জীব-জন্তু (রিজিক) সৃষ্টি করেছি দুই দিনে।

অতঃপর দুই দিনে আসমানকে