Categories
My text

চল্লিশ

মানুষের পুর্ণতা ৪০ এ আসেঃ

মক্কা জীবনের চল্লিশ বছর নীতি নৈতিকতারই ট্রেনিং দিয়ে গড়ে তুললেন এক মহা চরিত্রবান মহা মানব।

সে যখন চল্লিশ বৎসরে উপনীত হয় তখন বলে, ‘হে আমার প্রতিপালক ! তুমি আমাকে সামর্থ্য দাও, যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, [ ৪৬ঃ ১৫ ]

পরবর্তি মদীনার ১০ বছরে আচার অনুষ্ঠানে প্রশিক্ষন, সালাত, সিয়াম,হজ্জ এমন কি রণ কৌশল।

যারা নবীর সুন্নত পালনে জোরালো শ্লোগান দিয়ে থাকে, তারা নীতি নৈতিকতার ৫৩ বছর জীবনের অনুসরন করতে চান না।

তারা শেষ ১০ বছরের আচার অনুষ্ঠান পরি পালন করে নিজেকে শ্রেষ্ঠ অনুসরন কারীর দাবী নিয়ে সোয়াব ও হুরের পুরস্কার গ্রহন করতে বিভিন্ন মাযহাব খুলে ধর্মকে রুটি রুজী জীবিকার পথ বানিয়ে বসেছে।

মহল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসা,হেফজো খানা খুলে ধর্মকে কর্মস্থলে গড়ে তুলেছে।

ধর্মকে যারা পেশা হিসেবে বেছে নিয়ে জীবিকার ফন্দি আটে, তাদেরকে আল্লাহ আগুন ভক্ষন কারী বলে সম্বোধন করেছেন। সূরা বাকারা, আয়াত ১৭৪ দৃষ্টিতে।

Verified by ExactMetrics