Categories
My text

চল্লিশ

মানুষের পুর্ণতা ৪০ এ আসেঃ

মক্কা জীবনের চল্লিশ বছর নীতি নৈতিকতারই ট্রেনিং দিয়ে গড়ে তুললেন এক মহা চরিত্রবান মহা মানব। সে যখন চল্লিশ বৎসরে উপনীত হয় তখন বলে, ‘হে আমার প্রতিপালক ! তুমি আমাকে সামর্থ্য দাও, যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, [ ৪৬ঃ