Categories
My text

এতিম

এতিম কে এবং কেন এতিম বলা হয়:

এতিমকে গলা ধাক্কা দিওনা। কোন সে এতিম ?(১০৭:২)

এতিম কাকে বলে ? মা বাবা যার নেই তাকে?

না ! কখনোই না ! আমরা এতিম বলতে যা বুঝি আল্লাহ তাকে এতিম বুঝান নাই।

যেমন আর, কে ইন্ডাস্ট্রির মালিকের মা বাবা নাই। কিংবা খবিরের মা বাবা নেই মৃত। এরা কি এতিম ?

এদের যাকাত, সদকা দিতে যাইয়েন। উল্টা গলাধাক্কা খাবেন !

এবার পাল্টা বলতে পারেন — মা বাবা হারা অসহায় পথ শিশুটি এতিম। না ! তাও না !

অবস্থাগত অর্থে সে এতিম এটা ঠিক, কিন্তু আল্লাহ কর্তৃক সঙায়িত এতিম নয়।

তাহলে আল্লাহ কাকে এতিম বলেছেন?

সে তো সে – ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়। (১০৭:২)

فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ

আল্লাহ বলেন: তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই ? আর তোমাকে আশ্রয় দান করেন নাই? (৯৩:৬)

اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى

অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে এতিম তাকেই বলে —-

যে ব্যক্তি কামনা বাসনা থেকে মুক্ত মানুষ ? যার সব কিছু থেকেও কিছু নাই। যারা তার স্রষ্টার নির্দেশ পরিপালনে যুলুমের স্বীকার হয়েও অভিযোগ করে না।

তাই তো সব নবী রাসুল ওলী আওলিয়া গণকে আল্লাহ এতিম বলে সম্বোধন করেছেন। ৯৩: ৬ আয়াতে রাসুলকেও এ জন্যই এতিম বলেছেন আল্লাহ। মা – বাবা হারা বলে নয়।

কোন সাধারন মানুষ যদি এর আওতায় পড়ে, এ গুনে অবস্থান করে নিতে পারে তবে সেও এতিম। তাকে গলা ধাক্কা দিতে আল্লাহ কঠোর ভাষায় নিষেধ করেছেন। বাবা-মা মৃত এতিমকে নয়।

পোস্টের ব্যাখার সমর্থন সূচক আয়াত হিসাবে সূরা নেসার ৯ নং আয়াত দেখে নিতে পারেন। 

Verified by ExactMetrics