Khorshed Khorshed মুত্তাকীন অর্থ আল্লাহভিরু এমন মনগড়া অনুবাদ করলে হবে না ভাই। আরবী ভাষা অনেক সমৃদ্ধ। মুত্তাকিন আরবী শব্দের আদল বা রুট ইয়াকিন। একিন থেকে মুত্তাকীন। একিন অর্থ পুর্ণ সজাগ বা সচেতন। ইংরেজীতে এলার্ট। ঈমান আনার পর যে রবের সকল বিধান বিষয়ে পুর্ণ সজাগ, এলার্ট বা সচেতন তাকে একিন বলে।
Categories
