Khorshed Khorshed মুত্তাকীন অর্থ আল্লাহভিরু এমন মনগড়া অনুবাদ করলে হবে না ভাই। আরবী ভাষা অনেক সমৃদ্ধ।
মুত্তাকিন আরবী শব্দের আদল বা রুট ইয়াকিন। একিন থেকে মুত্তাকীন। একিন অর্থ পুর্ণ সজাগ বা সচেতন। ইংরেজীতে এলার্ট।
ঈমান আনার পর যে রবের সকল বিধান বিষয়ে পুর্ণ সজাগ, এলার্ট বা সচেতন তাকে একিন বলে।
পক্ষান্তরে তাকওয়া অর্থ আল্লাহ ভিরু। কেউ অনেক কিছু না জেনে না বুঝেও আল্লাহ ভিরু হতে পারে। আল্লাহ বলছে এনাফ। তাই আমি তাকে ভয় করি। এটা আল্লাহ ভীরু।
পক্ষান্তরে একিন হল বুঝে, গভীরে প্রবেশ করে, দৃঢ় বিশ্বাস সহ এলার্ট (সতর্ক) হলে বা সচেতন হলে তখন সেই বিশ্বাসীর অবস্থান কে একিন বা মুত্তাকিন বলে।
এ জন্য সুরা হিজরে ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলেছেনঃ
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ
(ওয়াআবদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন)
তোমার রবের ইবাদত কর যতক্ষণ পর্যন্ত না ইয়াকিন ( সচেতনতা) আসে।
ওয়াআ’বুদু রাব্বুকা = তোমার রবের ইবাদত কর
হাত্তা = ততক্ষণ পর্যন্ত
ইয়াতিইয়াকা = তুমি না পৌছ বা অর্জন কর
ইয়াকিন = পুর্ণ সচেতনতা ( মৃত্যু)
জানি উলুবনে মুক্তা ছড়ালাম । তবু ধন্যবাদ। যদি একজনেরও উপকার হয় উপলব্ধির।