Categories
Blog

ধ্যান ও দাওয়াত

আল্লাহ কুরানে একাধিকবার বলেছেন—

আসমান সাতটি।

আমার আরশ ধারণ করে আটজন ফেরেস্তা।

আমার ফেরেস্তাগণ দুই দুই, তিন, চার পাখা বিশিষ্ট।

আমি আসমান-জমিন সৃষ্টি করেছি ছয় দিনে।

পৃথিবী সৃষ্টি করেছি দুই দিনে,

পৃথিবীর গাছপালা, জীব-জন্তু (রিজিক) সৃষ্টি করেছি দুই দিনে।

অতঃপর দুই দিনে আসমানকে

Categories
Blog

সৃষ্টিতে চিন্তা

কখনো কি মনে প্রশ্ন জাগে না?

আল্লাহ কুরানে একাধিকবার বলেছেন-:

★ আসমান সাতটি।

★ আমার আরশ ধারণ করে আছে আটজন ফেরেস্তা।

★ আমার ফেরেস্তাগণ দুই দুই, তিনি তিন, চার চার পাখা বিশিষ্ট।

★ আমি আসমান জমিন সৃষ্টি করেছি ছয় দিনে।

★ পৃথিবী সৃষ্টি করেছি দুই দিনে,

Categories
Blog

অনুসরন

নবীর সব কিছু অনুসরন করার বৈধিতা নেই।

হে নবী! আমি তোমার জন্য বৈধ করেছি — তোমার সেই স্ত্রীদের, যাদের মহর তুমি প্রদান করেছ; আর (বৈধ করেছি) তোমার ডান হাত যাদের অধিকারী হয়েছে (অর্থাৎ বন্দিনী নারীগণ), যাদের আল্লাহ তোমার জন্য অর্জিত করেছেন; আর তোমার পিতৃকুলের কন্যাগণ, তোমার পিতৃকুলের ফুফুদের

Categories
Blog

পবিত্র বাক্য

 

কালেমা তৈয়বা কোন বাক্যটি 

তাওহীদ ও রিসালাতের স্বীকৃতি একত্রে দিতে,

কালিমা “لَا إِلٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ”–তে যদি বিরতি (وقف) সঠিকভাবে না দেওয়া হয়, তাহলে এর অর্থ বিকৃতি বা পরিবর্তন ঘটে যায়।

সঠিক পাঠ (বিরতি সহ) لَا إِلٰهَ إِلَّا

Categories
Blog

ইসকন ভার্সাস তৌহিদী জনতা

ইসকন ভার্সাস তৌহিদী জনতাঃ

মূর্খের দেশে ধর্মের আবেগ ছিটিয়ে দাও অজ্ঞ মানুষের হৃদয়ে — তুমি রাতারাতি ধর্মীয় নেতা হয়ে যাবে! এইভাবেই যুগে যুগে জন্ম নেয় তথাকথিত ধর্মীয় গুরুরা।

তাদের কথার মোহে অন্ধ জনতা,তাদের ছোঁয়ায় প্রজ্বলিত হয় দাঙ্গা, মতবাদ আর

Categories
Blog

প্রকৃতির বিধান

প্রকৃতির বিধানই স্রষ্টার বিধান

প্রকৃতির প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন—একটি অদৃশ্য ছন্দে বাঁধা। সেই ছন্দের নামই স্রষ্টার বিধান। আকাশের বিশালতা, বৃষ্টির স্নিগ্ধতা, নদীর প্রবাহ, কিংবা মৌমাছির পরিশ্রম—সব কিছুই এক মহান পরিকল্পনার অংশ। কুরআনের আয়াতগুলো এই সত্যের এক অনবদ্য রূপকাব্য; সেখানে প্রকৃতি হয়ে ওঠে স্রষ্টার কণ্ঠস্বর।

Categories
Blog

কাবা মানুষের

কাবা সকল মানুষের জন্য শুধু মুসলমানের নয়

নিশ্চয়ই যারা অবিশ্বাস করে,  আল্লাহর পথে ও পবিত্র মসজিদুল হারামে যেতে  মানুষকে বাধা দেয়—যাকে আমি তথায় বসবাসকারী ও বহিরাগত সকল মানুষের জন্য সমঅধিকার করেছি। আর যে এতে অন্যায়ভাবে বিকৃতি আনার চেষ্টা করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবো।

Categories
Blog

কোরানকে বিভক্ত

__ الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ

 যারা কুরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছে।

আপনি এ আয়াতে থেকে কি বুঝলেন আর ইবনে কাসির কি বুঝেছেন?  আয়াতে কোন জটিল শব্দ আছে কি?  যা বুঝতে কাসিরের স্মরনাপন্ন হওয়ার প্রয়োজন?

১) الَّذِينَ – (আল্লাযীনা) =  যাহারা ২) جَعَلُوا – (জা‘লূ) 

Categories
Blog

ধর্মের বিবর্তন

 রবের  বাণী থেকে বিচ্যুত   মানুষ আজকের দিনে অধিকাংশ মানুষ মোল্লার কথায় অন্ধ বিশ্বাস রাখে,কিন্তু যখন আল্লাহর কালাম তুলে ধরা হয়, তখন মুখ ফিরিয়ে নেয়। চৌদ্দশ বছর ধরে চলছে এই লড়াই— আল্লাহর প্রকৃত রসূলের

Categories
My text

মোল্লা বনাম আল্লাহ

 

_______ মোল্লা বনাম আল্লাহঃ

বর্তমানে অধিকাংশ লোকই মোল্লার কথা বিশ্বাস করে কিন্তু আল্লাহর কালামের কথা বললে বিশ্বাস করে না। আল্লাহর কুরআনের প্রকৃত রসূলের সাথে আরবের প্রতারক রসূলের মোকাবিলা ১৪০০ বছর থেকে চলে আসছে যার ফলে ৩ শ্রেণীর মুসলমানেরা কুরআন ছেড়ে ১০ টি হাদিসের দিকে বেটে গেছে। #রবের কুরআনের কথা বললেই

Categories
My text

রুহ رُوح কি

রুহ ঢুকলে প্রাণের সঞ্চার ঘটে আবার রুহ বের করে নিলে মৃত্যু ঘঠে। রুহ তাহলে কি? কোথায় তাঁর অবস্থান?

এবিষয়ে বলতে চাইলেই (১৭:৮৫) আয়াতের রেফারেন্স দার করিয়ে থামিয়ে দেয়া হয় এ বলে যে,  রুহ সম্বন্ধে খুব অল্প জ্ঞান  দিয়েছেন। কেন?  তাহলে কোরানের ২১ টি আয়াতে

Categories
Blog

আদম হাওয়ার সিজদা

“আদমকে সিজদার আদেশ হল, কিন্তু হাওয়া কে নয়” — এর মধ্যে যে আপাত বৈষম্য দেীখা যায়, তা আসলে সৃষ্টির উদ্দেশ্য, প্রতীকী প্রতিনিধিত্ব (رمزية) এবং কালানুক্রমিক ধারার বিষয়; লিঙ্গ ভিত্তিক মর্যাদার পার্থক্য নয়।

চলুন ধাপে ধাপে কুরআনের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি —

Continue reading “আদম হাওয়ার সিজদা”

Categories
Blog

মহা প্রলয়

মহাপ্রলয়

আনাস (রা.) বর্ণনা করেন: এক ব্যক্তি রাসূল সাঃ কে কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞেস করেন… তারপর নবী সাঃ আনসারদের এক কিশোরের দিকে ইশারা করে বললেন, “যদি এই ছেলেটি বেঁচে থাকে, তবে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত  সংঘটিত হবে।” (সহীহ মুসলিম ২৯৫২ এবং বুখারীর

Categories
Blog

রুহ

রূহ (ٱلرُّوحُ) আল্লাহ প্রতিদিন নতুন করে সৃষ্টি করেন কি না, নাকি একবারেই সব রূহ সৃষ্টি হয়ে গেছে?

১. রূহের সৃষ্টির মূলনীতি (একবারে সৃষ্টি)

কুরআনে আল্লাহ বলেন:

وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِيٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ

Categories
My text

পবিত্রতা

 পাক-পবিত্ররা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। (৫৬:৭৯)

পূর্বের ৭৭ নং আয়াতের ধারাবাহিকতায় একে বলতে কুরআনকে বোঝানো হয়েছে। এর অর্থ দাড়ায় অপবিত্র কেউ কুরআন স্পর্শ করবে না। কুরআনে কে পবিত্র , তা পরিস্কার বলা না থাকলেও কারা অপবিত্র তা পরিস্কার বলা আছে।

কুরআনে

Categories
My text

সংসার সৃষ্টি

সংসার জগত সৃষ্টির সুচনা

 

ব্রাহ্মা (সৃষ্টিকর্তা) শতরূপাকে সৃষ্টি করে  তিনি তাঁর নিজ রূপে মুগ্ধ হয়ে প্রেম/যৌনাচারে লিপ্ত হন এবং তদনুযায়ী জগত-সংসার শুরু হয়।

এই কাহিনীতে বিশ্বের উৎপত্তি সংসার জগত সৃষ্টি ও সৃষ্টিকর্তার আত্ম-প্রসারণ বা ‘লীলা’/স্বরূপ-প্রকাশ হিসেবে বর্ণিত হয় সনাতন ধর্ম মতে।

অপর দিকে

Categories
Blog

মনুষ্য ও সংসার

 

 “মনুষ্য ও সংসার” সৃষ্টি  হল

আল্লাহ প্রথম মানুষ আদম সৃষ্টি করেন; তার জন্য তাকে জুটি (স্ত্রী/সঙ্গী) সৃষ্টি করা হয়।

আদম ও তাঁর সঙ্গীকে জান্নাতে রাখা হয়েছিল; এক বিধি ভঙ্গের ফলে তারা জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হন — পৃথিবীতে সংসার, পরিশ্রম ও পরীক্ষা শুরু

Categories
Blog

আদমকে সিজদা

আদমের পোষাকে আবৃত ও লুকায়িত হইয়া আমিই ফেরেস্তাগনের সিজদা গ্রহন করেছি লাম এবং মোহাম্মদ সাঃ এ-র সুরতে আমি নিজেই প্রশংসাকারী ও প্রশংসিত হইয়াছি।

(ইবনুল আরাবি রহঃ)

একই ব্যাক্তি মুহাম্মদ এবং আহাম্মদ কেন?

“মুহাম্মাদ তোমাদের পুরুষদের মধ্যে কাউকে পিতা নন; বরং

Categories
Blog

মল্লিকা বনে শাবানা

 

শ্যামপুর মিয়া বাড়ির স্মৃতির পাতায় শাবানা

শ্যামপুর মিয়া বাড়ির আঙিনায় যে বাতাস বয়ে যায়, তার সঙ্গে জড়িয়ে আছে অগণিত স্মৃতি, অগণিত গল্প। সেখানেই জন্ম নেয় একদিন এক ফুটফুটে কন্যা, যে রত্না থেকে শাবানা হয়ে ছাপ ফেলেছিল সমগ্র বাংলার হৃদয়ে।

Categories
Generation history

রত্না থেকে শাবানা

রত্না থেকে শাবানা : এক কিংবদন্তির জন্ম

অধ্যায় ১ : প্রথম আলোয় পদার্পণ

১৯৬৬ সালের ২৯শে জুলাই—বাংলা চলচ্চিত্র জগতের ক্যালেন্ডারে বিশেষ এক তারিখ। সেদিন মুক্তি পেল মুস্তাফিজ পরিচালিত সাদা-কালো ছবি “ডাক বাবু”। ঢাকার প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের সময় দর্শকরা পরিচিত মুখের পাশাপাশি দেখতে পেল

Categories
Blog

শয়তানের প্রথম সৃষ্টি

আদমকে ধোকা দিল ইবলিশ আর ইবলিশকে ধোকা দিল কে?  তার মানে ইবলিশ উপাধী প্রদানের আগেও শয়তান ছিল। 

 

মুহতারাম। আপনি আলীগর মাদ্রাসার কোরান বিভাগের প্রধান। আমি একরামুল হক বাংলাদেশ থেকে প্রশ্নকারী। আমি আপনার সাথে শয়তানের সৃষ্টির সুচনা নিয়ে আলোচনা করতে চাই। আমি প্রশ্নকারী আপনি উত্তরদাতা

Categories
My text

জুম্মা মোবারক

শোকের জুম্মাকে যারা মোবারক বানালো  ! 

১০ অক্টোবর ৬৮০ খৃষ্টাব্দে ইরাকে হোসেইনের তাবুতে জুম্মার আযান হয়েছিল পাশাপাশি ১০ অক্টোবর ৬৮০ খৃষ্টাব্দে এজিদের তাবুতেও জুম্মার আযান হয়েছিল।

সে সময় পাক্কা মুসলমানের দুইটি জামাত দুই তাবুর দেকে জুম্মার জন্য সমবেত হয়েছিল। 

Continue reading “জুম্মা মোবারক”

Categories
Blog

স্মৃতিময় রংপুর

অতীত জীবনের গল্প

সংকলক: এ,কে,এম একরামুল হক


১৯৬০ সালের এক সন্ধ্যায়, রংপুরের আকাশের নিচে, দুটি ভাই-বোন—এফতেদা বেগম রুবী ও আতাউর রহমান মিন্টু—এক অদ্ভুত প্রতিজ্ঞায় বাঁধা পড়লেন। পারিবারিক ঘনিষ্ঠতার টানেই তারা ওয়াদা করলেন, “যার আগে ছেলে

Categories
Adventure

আরবী প্রবাদ

প্রবাদ বাক্য ① اِصْبِرْ تَظْفَرْ উচ্চারণ: ইসবির তাযফার অর্থ: ধৈর্য ধরো, সফল হবে। (সংক্ষিপ্ত ও ছন্দময়; ধৈর্যের সুফল বোঝায়) ② مَنْ جَدَّ وَجَدَ উচ্চারণ: মান জাদ্দা ওয়াজাদা অর্থ: যে পরিশ্রম করে, সে পায়। (ছন্দ ও পুনরুক্তি দ্বারা সহজে মনে থাকে) ③ كَمَا تَزْرَعْ تَحْصُدْ উচ্চারণ: কামা তাজরা‘ তাহসুদ অর্থ: যেমন

Categories
Blog

জোনাকির আলো জ্বলে

  1. সরদার বংশের ইতিহাস ও স্মৃতিচারণ

আমি এ,কে,এম একরামুল হক রুবেল। জন্ম ৯ই মার্চ, ১৯৬০। আমি একাধারে ইতিহাস প্রেমী, স্মৃতিচারণকারী এবং আমার পূর্ব পুরুষদের রেখে যাওয়া একটি গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক।

আমার বংশের শিকড় গেঁথে আছে আরব দেশের ইয়েমেনে। সেই বংশের প্রবাহকে ধরে রাখতে আমি আমার পূর্বপুরুষদের লিপিবদ্ধ করছি।

Categories
Innovator

আদম নিয়ে একটি মতবাদ

আদম কাহিনীর প্রতীকী বিশ্লেষণ — মাতৃগর্ভ = বেহেশত,আমি সুফি চিন্তা এটা আমার গবেষণা ;- আমার গবেষণায় দেখা যাচ্ছে, কোরআনে আদমের কাহিনীকে যদি আক্ষরিক নয় বরং প্রতীকীভাবে পড়া হয়, তাহলে তা আসলে প্রতিটি মানুষের জন্মপূর্ব ও জন্ম-পরবর্তী জীবনের রূপকচিত্র। ১. বেহেশত = মাতৃগর্ভের নিরাপদ জগত কোরআনের বর্ণনা: “তাদের জন্য রয়েছে বাগান,

Categories
Generation history

সরদার বংশের ইতিহাস

সরদার বংশের ইতিহাস ও স্মৃতিচারণ

আমি এ,কে,এম একরামুল হক রুবেল। জন্ম ৯ই মার্চ, ১৯৬০। আমি একাধারে ইতিহাস প্রেমী, স্মৃতিচারণকারী এবং আমার পূর্ব পুরুষদের রেখে যাওয়া একটি গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক।

আমার বংশের শিকড় গেঁথে আছে আরব দেশের ইয়েমেনে। সেই বংশের প্রবাহকে ধরে রাখতে আমি আমার পূর্বপুরুষদের

Categories
My text

হৃদয়ের নিয়ন্ত্রন

অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে —

তবুও কেন জিজ্ঞাসা?

মানুষের সত্তা রহস্যময় এক সংগঠন। তার মধ্যে রয়েছে নফস (আত্মা), ফু’আদ (অন্তর), আক্‌ল (বুদ্ধি), ক্বলব, রুহ এবং হাওয়াস (ইন্দ্রিয়)। আল্লাহ কুরআনে ঘোষণা করেন: “নিশ্চয়ই শ্রবণ, দৃষ্টি ও অন্তর — সবকিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।” [ ১৭:৩৬] এই আয়াত

Categories
Blog

পাঠ পর্যালোচনা পর্ব -03

_____ পাঠ পর্যালোচনা পর্ব – 03

যাহারা তাহাদের  সালাতে  সদা প্রতিষ্ঠিত,(৩৯:২৩) الَّذِيْنَ    هُمْ    عَلٰى    صَلَاتِهِمْ     دَآٮِٕمُوْنَ.

(আল্লাজিনা – হুম – আ’লা –  সালাতিহিম – দাইমুন)

মাত্র ৫টি শব্দ নিয়ে এ আয়াতটি। গ্রামার জানার আগে প্রথমে আমাদের কোন শব্দের আদল বা মুল শব্দ নিরুপন করা শিখতে হবে।

Categories
Blog

পাঠ পর্যালোচনা -০২

_ পাঠ পর্যালোচনা অনুশীলন পর্ব-০২

‘অনুসরণ কর তাহাদের, যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যাহারা সৎপথপ্রাপ্ত। (৩৬:২১)

اتَّبِعُوْا    مَنْ    لَّا    يَسْـــَٔلُكُمْ    اَجْرًا  وَّهُمْ     مُّهْتَدُوْنَ (ইত্তাবিউ মান লা  ইয়াসআলুকুম  আজরাওঁ  ওয়া হুম  মুহতাদুন।)

শব্দার্থ:        اتَّبِعُوا =   তোমরা  অনুসরণ করো,     مَنْ =   (তার) যে,