হে মু’মিনগণ! নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না, যতক্ষণ না তোমরা যাহা বল তাহা বুঝিতে পার, ( ৪ঃ ৪৩) یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَ اَنْتُمْسُكٰرٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুলা –হে মুমিন গন তাকরাবুস সালাতা — সালাতের নিকট যেও না ওয়া আনতুম সুকারা — যখন নেশা গ্রস্থ থাক হাত্তা তালামুমা তাকুলুনা– যতক্ষন না বুঝতে পার যাহা বল শব্দার্থ: يَاأَيُّهَا = ওহে, الَّذِينَ = যারা, آمَنُوا = ঈমান এনেছ, لَا = না, تَقْرَبُوا = তোমরা কাছে যেয়ো, الصَّلَاةَ = সলাতের, وَأَنْتُمْ = যখন তোমরা , سُكَارَىٰ = নেশাগ্রস্ত (থাকবে) , حَتَّىٰ = যতঃক্ষণনা, تَعْلَمُوا = তোমরা বুঝতেপার, مَا = যা, تَقُولُونَ = তোমরা বলছ
Categories
