জান্নাত প্রাপ্তির শর্ত ঈমান আনা ও সৎকাজ করাঃ ☑️ সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ২৫** ☑️সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ৬২ সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ৮২ সূরা নম্বরঃ ২ নম্বরঃ ২৭৭ ☑️ সূরা নম্বরঃ ৩, আয়াত নম্বরঃ ৫৭ সূরা নম্বরঃ ৪, আয়াত নম্বরঃ ৫৭ সূরা নম্বরঃ ৪, আয়াত নম্বরঃ ১২২ সূরা নম্বরঃ ৪, আয়াত নম্বরঃ ১২৪ ☑️ সূরা নম্বরঃ ৪, নম্বরঃ ১৭৩ সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৯ ☑️ সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৬৯ সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৯৩ সূরা নম্বরঃ ৭, আয়াত নম্বরঃ ৪২ সূরা ১৩, আয়াত ২৯ ☑️সূরা নম্বরঃ ১৪, আয়াত নম্বরঃ ২৩ সূরা নম্বরঃ ১৮, আয়াত নম্বরঃ ৩০ ☑️’ সূরা নম্বরঃ ১৮, আয়াত নম্বরঃ ৮৮ ☑️সূরা নম্বরঃ ১৮, আয়াত নম্বরঃ ১০৭ সূরা নম্বরঃ ১৯, আয়াত নম্বরঃ ৯৬ সূরা নম্বরঃ ২২, আয়াত নম্বরঃ ১৪ সূরা নম্বরঃ ২২, আয়াত নম্বরঃ ২৩ সূরা নম্বরঃ ২২, আয়াত নম্বরঃ ৫০ ☑️ সূরা নম্বরঃ ২২, আয়াত নম্বরঃ ৫৬ ।সূরা নম্বরঃ ২৪, আয়াত নম্বরঃ ৫৫ সূরা নম্বরঃ ২৫, আয়াত নম্বরঃ ৭০ সূরা নম্বরঃ ২৫, আয়াত নম্বরঃ ৭১ সূরা নম্বরঃ ২৮, আয়াত নম্বরঃ ৬৭ ☑️ সূরা নম্বরঃ ২৯, আয়াত নম্বরঃ ৭ সূরা নম্বরঃ ২৯, আয়াত নম্বরঃ ৯ সূরা নম্বরঃ ২৯, আয়াত নম্বরঃ ৫৮ ☑️সূরা ৩০, আয়া ১৫ সূরা ৩০, আয়াত ৪৫ ;সূরা নম্বরঃ ৩১, আয়াত নম্বরঃ ৮ সূরা নম্বরঃ ৩৩, আয়াত নম্বরঃ ৩১ ☑️সূরাঃ ৩৪,আয়াত নম্বরঃ ৩৭ ।সূরা ৩৫, আয়াত ৭ সূরা নম্বরঃ ৩৮, আয়াত নম্বরঃ ২৮ সূরা নম্বরঃ ৪১, আয়াত ৮ সূরা নম্বরঃ ৪২,আয়াত নম্বরঃ ২২ সূরা নম্বরঃ ৪২,আয়াত নম্বরঃ ২৩ সূরা নম্বরঃ ৪৫, আয়াত নম্বরঃ ৩০ সূরা ৬৪, আয়াত ৯ সূরা নম্বরঃ ৬৫, আয়াত নম্বরঃ ১১ সূরা ৮৪, আয়াত ২৫ সূরা নম্বরঃ ৮৫, আয়াত নম্বরঃ ১১ । সূরাঃ ৯৮, নম্বরঃ ৭ সূরা নম্বরঃ ১০৩, আয়াত নম্বরঃ ৩ সূরা নম্বরঃ ৪৫, আয়াত নম্বরঃ ৬ (৬ঃ১৬২) সূরা নম্বরঃ ২৩, আয়াত নম্বরঃ ৯৭ সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ১৭০ সূরা নম্বরঃ ৯, আয়াত নম্বরঃ ৩৪ সূরা নম্বরঃ ৬, আয়াত নম্বরঃ ১১৬ সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ১৭০ সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ১৩৪ সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ১৪১ অনুভুতিঃ১০৮ ১) যাহারা নিজেদের নিকট কোন দলীল না থাকিলেও আল্লাহ্র নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, উহাদের অন্তরে আছে কেবল অহংকার, যাহারা এই ব্যাপারে সফলকাম হইবে না। অতএব আল্লাহ্র শরণাপন্ন হও; তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (৪০ঃ৫৬) ২) আর মানুষের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা বলে, ‘আমরা আল্লাহ্ ও আখিরাতে ঈমান আনিয়াছি’, কিন্তু তাহারা মু’মিন নয়; (২ঃ৮) ৩)যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না; কর্ণ, চক্ষু, হৃদয়- উহাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফিয়ত তলব করা হইবে। (১৭ঃ৩৬) ৪)আল্লাহ ঈমানদারগণকে সতর্ক করে বলেনঃ অবশ্যই আলিম ও দরবেশদের অনেকেই ভূয়া কর্মকান্ডের মাধ্যমে মানুষের সম্পদ গ্রাস করে থাকে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। (৯ঃ৩৪ অংশ) ৫) কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেনঃ তোমাদের নিকট কি আমার আয়াত সমূহ আবৃত্তি করা হইত না? অথচ তোমরা সেই সকল অস্বীকার করিতে।(২৩ঃ১০৫) ৬) যাহারা দাঁড়াইয়া, বসিয়া ও শুইয়া আল্লাহ্কে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্ত করে ও বলে, হে আমাদের প্রতিপালক! তুমি ইহা নিরর্থক সৃষ্টি কর নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা কর। সূরা নম্বরঃ ৩, আয়াত নম্বরঃ ১৯১ ৭)আল্লাহ বলেন, তোমার প্রভুর নাম স্মরণ কর সকালে এবং সন্ধ্যায় ও রাত্রির অংশবিশেষ। – (আদ দাহর- ৭৬:২৫) যারা উঠতে, বসতে ও শয়ন করতে সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করে। – (আলে ইমরান -৩:১৯১) ৮) তোমাদের জিহবা মিথ্যা আরোপ করে বলিয়া আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করিবার জন্য তোমরা বলিও না, ‘ইহা হালাল এবং উহা হারাম।’ নিশ্চয়ই যাহারা আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে তাহারা সফলকাম হইবে না। (১৬ঃ১১৬) ৯)আর তোমরা আল্লাহর ইবাদাত কর ঠিক সে ভাবে যে ভাবে তোমাদের নির্দেশ দেয়া হয়েছে। (সূরা বাক্বরহঃ (২:১৯৮) ১০)তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে তোমরা তাহার অনুসরণ কর এবং তাঁহাকে ছাড়া অন্য কোন আউলিয়াকে অনুসরণ করিও না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ কর। (৭ঃ৩) ১১) যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা। (৯৮ঃ৭) 12)সেখানে তাহারা আর্তনাদ করিয়া বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে নিষ্কৃতি দাও, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব না।’ আল্লাহ্ বলিবেন, ‘আমি কি তোমাদেরকে এতো দীর্ঘ জীবন দান করি নাই যে, তখন কেহ সতর্ক হইতে চাহিলে সতর্ক হইতে পারিতে? তোমাদের নিকট তো সতর্ককারীও আসিয়াছিল। সুতরাং শাস্তি আস্বাদন কর; জালিমদের কোন সাহায্যকারী নাই।’ সূরা নম্বরঃ ৩৫, আয়াত নম্বরঃ ৩৭ 13) আমি উহাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব, বিশ্বজগতে এবং উহাদের নিজেদের মধ্যে; ফলে উহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে, উহাই সত্য। ইহা কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নয় যে, তিনি সর্ববিষয়ে অবহিত? সূরা নম্বরঃ ৪১, আয়াত নম্বরঃ ৫৩
Categories
