Month: August 2022
Categories
Payerke Duniya miley
গে রে গা গাঙ্গেরো ক্ষাপা
হাপুর হুপুর ডুব পাড়িলে
এবার মজা যাবে বুঝা
কার্তিকের উলানি কালে
বাইচালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পারিস কেন তাড়াতাড়ি।
প্রবল হবে কফের নাড়ি
যাতে হানি জীবনমূলে।।
কুতবি যখন কফের জ্বালায়
তাবিজ তাগা বাঁধবি গলায়।
তাতে কি রোগ হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে।।
শান্ত হ রে ও মন ভোলা।
ক্ষান্ত দে রে ঝাঁপই খেলা
লালন কয় আছে বেলা
দেখলি নারে চক্ষু মেলে।।
গে রে গা গাঙ্গেরো ক্ষাপা
হাপুর হুপুর ডুব পাড়িলে
এবার মজা বুঝা যাবে
কার্তিকের উলানি কালে
Categories