শিল্পীঃ সাবিনা ইয়াসমিন।
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার।
সুরকারঃ সত্যসাহা।
প্লেব্যাক/নিবেদনঃ লুইপা।
ছবিঃ হারজিত।
লেরিক্সঃ-
যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়
যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
এখানে বৃষ্টি ঝড়ে
রিমঝিম শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে উঠে
প্রণয়ের জোয়ারে।।
যদি কখনো দেখতে সাধ হয় (২)
আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোন নদী দেখে নিও।
যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও।।
শাপলা ফোটে যখন ঝিলের জলে
পাখিরা কুজন করে বনতলে
মনে করো সে আমার হাসি
সে আমার গান।।
এখানে ঝর্ণা যেন যেতে চায়
সুদূরে হারিয়ে,
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয়
দুটি হাত বাড়িয়ে।।
যদি কখনো খুঁজতে সাধ হয়
আমার হারাবার ঠিকানা
তবে নিজের হৃদয় তুমি দেখে নিও।।
যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়।।