ফেইসবুকে প্রেম
একাদশ শ্রেনির ছাত্র অমিত! যেমন দুড়ন্তন তার মধ্যে সব দিকে ভালো। পড়ালেখা আর খেলাধুলা করেই সারাদিন কেটে যায়।
.
ফেইসবুকে তার একটি আইডি আছে – মাঝে মাঝে ফেইসবুকে আসে একটু আকটু লেখা লেখি করে এরপর আবার ফেবু থেকে বের হয়ে যায়।
অমিত প্রায় ৩ দিন পর ফেইসবুক লগিন করে! এবং দেখতে পায় একটি মেয়ে আইডি থেকে রিকুয়েস্ট দিয়েছে আইডির নাম মেঘ কন্যা।
.
অমিত রিকুয়েস্ট টি দেখে একটু চোপ থেকে কিছুক্ষণ পর রিকুয়েস্ট গ্রহন করে। এর কিছুক্ষণ পরই এই মেঘ কন্যা আইডি থেকে অমিত কে নক করে!
.
:- Thanks For u…
:- Thanks কেন?..
:- রিকুয়েস্ট গ্রহন করায়।
:- ও আচ্চা.. কেমন অাছেন??..
:- ভাল – আপনি! এই ভাবেই শুরু হয় তাদের
কথা – আস্তে আস্তে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়।
.
একজনের ভাল মন্দ – পছন্দ – অপছন্দ সব
কিছু জেনে নেয়।
.
অমিত এখন পড়ালেখা, খেলাধুলা ভুলে সারাক্ষন ফেইসবুকে সময় দেয় এবং মেঘ কন্যা নামের মেয়ের সাথে কথা বলে।
.
এই ভাবেই চলতে থাকে প্রায় অনেকদিন
প্রায় ৭ মাস হয়ে গেল।
.
কিন্তু মেঘ কন্যা কোনভাবেই তার ছবি অথবা নাম্বার অমিত কে দিতে রাজি নয়! অমিত যখন তার কাছে পিক অথবা নাম্বার চায় মেঘ কন্যা তখন যেন কেমন খারাপ আচরন করে এবং মেসেজের রিপ্লে দেয় না। বন্ধুত্ব নষ্ট হবার ভয়ে অমিত তেমন কিছু বলে না! ..
.
কিন্তু আর কত দিন – সে যে আর পারছে না মেয়েটির সাথে কথা বলতে বলতে অমিত মেঘ কন্যা মেয়েটি কে ভালবেসে ফেলে আর সে তার ভালবাসার কথাটা অনেক বার বলার চেষ্টা করেছে কিন্তু পারে না – ভয় হয় প্রোপজ করলে যদি মেয়েটি চলে যায়। মেঘ কন্যা কে সে হারাতে পারবে না ।
–
একদিন অমিত কঠিন শপথ করলো এবং ভাবলো আজ মেঘ কন্যা কে প্রপোজ করবে। মনের সব আবেগ দিয়ে একটা ভালবাসার জনে প্রেমের প্রোপজাল লেটার লিখলো। এবং মেঘ কন্যা কে মেসেজে লেখাটি সেন্ড করলো এবং তখন শুধু মেয়েটি বললো অনেক ভাল হয়ছে! অনেক সুন্দর হয়ছে ইত্যাদি।
.
মেঘ কন্যা ও বুঝতে পারছে অমিত থাকে
লাভ করে কিন্তু সে তেমন কিছু বলছে না।
–
অমিত ভাবছে কি করবে! মেয়েটি কে তার প্রপোজ করা প্রয়োজন! সেই জন্যে একদিন সড়াসড়ি বলে দিল
:- তোমার সাথে কথা বলতে, বলতে
তোমাকে কখন যে ভালবেসেছি তা
নিজেও জানি না। I Love You… (অমিত)
:- আমার সাথে মজা করছো! – এইসব নিয়ে
কি কেউ মজা করে (মেঘ কন্যা)
:- মজা না!!!! আমি তোমাকে সত্যি লাভ
করি – এখন তোমার উত্ররের অপেক্ষায় ।
(অমিত)
:- আমি তোমার উত্রর দিব ; তার আগে
আমার একটি শর্ত আছে (মেঘ কন্যা)
:- কি শর্ত – আমি তোমার সকল শর্তে
রাজি। (অমিত)
:-এখন থেকে আগামি দুই দিন তুমি ফেইসবুকে আসতে পারবে না! দুই দিন পর এসে আমার ইনবক্ম চেক করলেই সকল উত্তর পেয়েই যাবে (মেঘ কন্যা)
– মেঘ কন্যার এই শর্তে অমিত রাজি !
অপেক্ষার সময় যেন ফুরায় না! সে শুধু সারাক্ষন অপেক্ষা করছে কখন সময় শেষ হবে দুই দিন পৃর্ন হবে।
এরপর অনেক অপেক্ষার পর দুই দিন শেষ হল! নানা কৌতুহল নিয়ে অমিত ফেইসবুকে লগিন করে – এবং সাথে সাথে মেঘ কন্যার আইডি খুজতে থাকে কিন্তু আইডি খুজে পাচ্ছে না। এরপর সে মেসেজ গিয়ে দেখে মেঘ কন্যা নামে কোন আইডির সাথে মেসেজ নেই –
কৌতূহল হয়ে
লাষ্ট আইডির সাথে মেসেজ দেখে ‘আইডি নেম হাবিব আদনান মেসেজটি পড়ে তার চোখ দিয়ে চোখ দিয়ে পানি ঝড়তে লাগলো। মেসেজে লেখা আমি একজন ছেলে আমার নাম হাবিব আদনান। .
অমিত কিছুক্ষণ পড় দেখতে পেল মেঘ কন্যা নামের হাবিব আদনান নামে ছেলেটি তাকে ব্লক করে দেয়! এরপর তখন নীল রংয়ের লেখাটি কালো রংয়ের হয়ে যায়।
.
অমিত যেন বোবা হয়ে গেল –
সে বুঝতে পারলো তার সাথে কি কি হয়েছে
তার চোখ দিয়ে শুধু পানি ঝড়তে থাকলো ! এবং তখনি পুরো জীবনের জন্যে ফেইসবুক থেকে বিদায় নেয় সে –
এরপর আর কখনো অমিত নামের ছেলেটি
কে কখনো ফেইসবুকে আসতে দেখা যায়নি।
ও যে জানেই জানে সবই জানে খেলে লুকোচুরি,
ও যে মানেই মানে সবই মানে সুখের জারিজুরি।
ও যে কৃষ্ণ সেজে বাঁশি বাজায় হৃদয় গহীনে
ও যে নয়ন জলে ভাসায় তরী নিশীথ স্বপনে।