একবুক অভিমান, নিঃসঙ্গতা আর একাকীত্ব নিয়ে ধীমান অভিনেতা হুমায়ুন ফরীদি পৃথিবী থেকে বিদায় নেন। হুমায়ুন ফরীদির এই নীরব প্রস্থানের অন্যতম কারণ হিসেবে কাছের মানুষদের অনেকেই মনে করছেন সুবর্ণাহীন তার একাকীত্বকে।
২০১২ সনে ধানমন্ডির ৯/এ রোডের ৭২নং যে এপার্টমেন্টে হুমায়ুন ফরীদি মারা যান, সেটি ২০০৬ সালে কিনে উপহার দিয়েছিলেন সুবর্ণা মুস্তাফাকে। ২০০৮ সালের ৭ জুলাই তরুণ স্বামী বদরুল আনাম সৌদের বাহুলগ্না হওয়ার আগে সূবর্ণা মুস্তাফা এই এপার্টমেন্টটি হুমায়ুন ফরীদিকে ফিরিয়ে দেন। দীর্ঘ ২২ বছর সংসার জীবন কাটিয়ে বিচ্ছেদের পর সেই এপার্টমেন্টেই নিরবে- নিভৃতে একাকী কাটিয়েছেন হুমায়ুন ফরীদি।
2 replies on “যদি থাকতে তুমি….”
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thank you