যারে যা চিঠি লেইখা দিলাম
গীতিকারঃ মরহুম আব্দুল লতিফ।
বাংলাদেশ বেতারে ১৯৭৪ সনে
মীনা বড়ুয়া।
ঢাকা বিশ্ববিদ্যালের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার বড় বোন মিনা বড়ুয়া। ২০১৯ সনে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন এক কন্যার জননী। বাবা ডা. গণেশ চন্দ্র বড়ুয়া ও মা শিক্ষয়িত্রী বুদ্ধিমতী বড়ুয়া’র চার সন্তানের মধ্যে মিনা রানী বড়ুয়া ছিলেন দ্বিতীয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানার ঢেমশা বড়ুয়া পাড়ায়।
Categories