আমাদের অবস্থান কোন প্লানেটে -ঃ
সাতটি আকাশ ও অনুরুপ সাতটি জমিনের কথা ঘোষণা রয়েছে কোরানে। আমরা একটি আকাশ ও একটি জমিনের অনুসন্ধান পেয়েছি মাত্র। অনুরুপ বাকি ছয়টির অস্তিত্ত কোথায়?
আবার জান্নাতের ঘোষনায় বলেছেন:
আর সেখানে তারা চিরকাল থাকবে যতদিন আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে। (১১:১০৭)
আকাশ ও পৃথিবী না থাকলে জান্নাতের অস্তিত্ত থাকবে না।
কিন্ত কিয়ামতের সময় আকাশ তুলার মত খন্ড খন্ড হয়ে উড়তে থাকবে। জমিন তার ভীতরের সব উদগিরন করে দিবে।
তাহলে কি আবার নতুন সৃষ্টি শুরু হবে? কারন জান্নাতের জন্য আকাশ ও জমিন অপরিহার্য।
خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَ الْاَرْضُ
শব্দার্থ: خَالِدِينَ = তারা স্থায়ী হবে , فِيهَا= তার মধ্যে , مَا = যতক্ষণ , دَامَتِ = বিদ্যমান থাকবে, السَّمَاوَاتُ = আকাশ সমূহ , وَالْأَرْضُ = এবং পৃথিবী,।
অনুবাদ: আর সেখানে তারা চিরকাল থাকবে যতদিন আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে। (১১:১০৭)
নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে। (৮৪:১৯)
প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তি দেওয়া হইবে না!ইহা তো মহাসাফল্য। (৩৭:৫৯-৬০) আর এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা। (৩৭ঃ৬১)
তার মানে প্রতিটি মানুষের জীবন দুইবার দান করেছেন এবং মৃত্যুও দুই বার।
১ম মৃত্যুর পর কোন শাস্তি নেই। কিন্তু ২য় মৃত্যুর পর বিচার হবে ও শাস্তি হবে এবং সে অনুযায়ী অনন্তকাল অবস্থান করবে ।
এর পর পর ৬১ নং আয়াতে আল্লাহ উপদেশ দেন ” এই সাফল্য অর্জনের জন্য সাধকের সাধনা করার। “
একমাত্র মুত্তাকীদের, “প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না। আর তাহাদেরকে জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করিবেন” -(৪৪:৫৬)
হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিতে থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে। ( ৮৪ঃ ৬)