Nine Question ?
১) শেখ হাসিনা পদত্যাগ পত্র কার বরাবর জমা দিয়েছেন, সেনা প্রধান না রাষ্ট্রপতি ?
২) রাষ্ট্রপতি বরাবর জমা দিলে জাতীর উদ্দেশ্যে পদত্যাগের বিষয় রাষ্ট্রপতি ভাষনে জানানোর কথা। চুপ কেন?
৩) হাসিনার দেশ ছাড়ার খবর সরকারিভাবে সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথম দেশ বাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিয়ে।
৪) সেনা প্রধান আবার মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আমার জানা ছিল না।
৫) পদত্যাগের কথা রাষ্ট্রপতির ভাষনে বলার কথা। তিনি আজো কিছু বলেন নাই।
৬) হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাঁকে দেশ ছাড়ার অনুমতি কে দিল? তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের আর তাঁর নির্দেশ শোনার কথা নয়।
৭) না কি হাসিনা পদত্যাগ না করে প্রধানমন্ত্রী হিসাবেই সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন তাঁকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে। তাই সেনা প্রাধান সেই নির্দেশ পালন করতে বাধ্য হয়েছেন?
৮) পদত্যাগী প্রধানমন্ত্রীর নির্দেশ সেনা প্রশাসন মানতে বাধ্য নয়। তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছিল?
৯) হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশ সীমায় থাকাকালে সেটির ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল কেন?