সেভেন সিস্টার আতংক
সেভেন সিস্টার নামকরন প্রথম করেন ত্রিপুরার বিখ্যাত সাংবাদিক জ্যোতী প্রসাদ সাইকিয়া ১৯৭২ সনে।
১) মেঘালয়
২) ত্রিপুরা
৩) আসাম
৪) মিজোরাম
৫) মনিপুর
৬) নাগাল্যান্ড ও
৭) অরুনাচল।
এই সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার বলে এবং সিকিম একা বিচ্ছিন্ন তাদের ভাই বলে নামকরন করা হয়।
এই রাজ্যগুলোর রাজনৈতিক,অর্থনৈতিক ও ধর্মীয় দিক থেকে একে অপরের সাথে নির্ভরশীল বলে এদের এমন সেভেন সিস্টার নামকরন করা হয়। কৌতহলের বিষয় এখানে নয়। এই সাতটি রাজ্য ভারতের মুল ভুখন্ড হতে ছোট্ট একটি কোরিডোর (মাত্র ২০ মাইল বাই ৬০ মাইল দীর্ঘ ) মাধ্যমে যুক্ত। যাকে চিকেন নেক বলা হয়। এই চিকেন নেক এতটা গুরুত্ব পুর্ণ যে এটি কারো দখলে গেলে
ভারত তার সেভেন সিস্টার ভখন্ড হারাতে বাধ্য। আর এই চিকেন নেক একপাশে চীন অপর পাশে বাংলাদেশ। চীনের কাছে এজন্য ভারত জিম্মী। এই সেভেন সিস্টারের সবাই স্বাধীন হতে চায়, ভারগ কেন্দ্রীয় রাজ্য হতে। আসামের উলফা সংগঠনকে ১০ ট্রাক অস্ত্র সরবরাহে মামলায় এজন্য লুতফর জামান বাবরের সাজা তৎসময়ে। বাংলাদেশ উত্তর সীমান্তের এই চিকেন নেক মাত্র ২০ কিমি যার পাশ এবং দৈর্ঘ ৬০ কিলোমিটার। শিলিগুরী নামে পরিচিত। মাত্র একটি রেল পথের মাধ্মে কেন্দরীয় রাজ্য সরকার এই প্রদেশ সাতটি কন্ট্রোল করে। তাই চিকেন নেক কারো দখলে চলে গেলে ভারত হারাবে সাতটি রাজ্য। এ জন্য পশ্চিম বাংলা চায় বাংলাদেশ শক্তি শালী হোক। ইতি মধ্যে মমতা পশ্চিম বাংলাতে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত চালু করতে চাচ্ছে এবং পশ্চিম বাংলার নাম পশ্চিম বাংলাদেশ ঘোষনা সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে চীন হবে বাংলাদেশের প্রধান মিত্র রাষ্ট্র। কারন চীনের ভুখন্ডের সাথে সরাসরি চিকেন নেকের মাধ্যমে বাংলাদেস স্থল সংযোগ স্থাপিত হয়ে যাবে। পাকিস্তান হবে ২য় মিত্র।
যে দলগুলি বাংলাদেশের ক্ষমতায় বসার জন্য উদগ্রীব তারা কল্পনাও করতে পারবে না বাংলাদেশের তরুন মাস্টার মাইন্ড কত বিশাল ছক হাতে নিয়ে এগিয়ে চলছে।
১) অরুনাচল সবচেয়ে বড় রাজ্য । যার আয়তন ৮৪ হাজার ব:কিমি। রাজধানী ইটানগর।
২) আসাম ২য় বৃহত্তম রাজ্য। আয়তন ৭৮ হাজার বর্গ কিলোমিটার। রাজধানীর নাম দিসপুর।
৩) মেঘালয়। রাজ্যের আয়তন ২২ হাজার বর্গ কিলোমিটার। রাজধানীর নাম শিলং।
৪) মিজোরাম। রাজ্যের আয়তন ২১ হাজার বর্গ কিলোমিটার। রাজধানীর নাম আইজল।
৫) নাগাল্যান্ড। রাজ্যের আয়তন ১৭ হাজার বর্গ কিলোমিটার। রাজধানীর নাম কোহিমা।
৬) ত্রিপুরা। রাজ্যের আয়তন মাত্র ১০ হাজার বর্গ কিলোমিটার। রাজধানীর নাম আগরতলা।
৭) মনিপুর। রাজ্যের আয়তন ২৩ হাজার বর্গ কিলোমিটার। রাজধানীর নাম ইম্ফল।