______ সবাইকে জুম্মা মোবারকঃ
জুম্মার নামাজে সানি খোৎবায় ইমাম সাহেব প্রতিদিন বলেনঃ
ওয়াস সুলতানু যিলুল্লাহে ওয়াল আরদ।
মান আকরামাহ আকরামাহুল্লাহ,
ওয়া মান আহালানাহা আহালানাল্লাহু।
> মনযোগ দিয়ে শুনেন তো? না শুনলে নামাজই হবে না। শুনেন ঠিকই মাগার কি বলে মনে হয় বুঝেন না। আরবীতে বলে এ জন্য।
যার অর্থঃ
রাস্ট্র প্রধান পৃথিবীতে আল্লাহর ছায়া স্বরুপ। যে ব্যক্তি তাকে সন্মান করবে আল্লাহ তাকে সন্মান করবেন। এবং যে তাকে অপমান করবে আল্লাহ তাকে অপমান করবেন।
নামাজ শেষ হতেই বেরিয়ে এসে সেই রাস্ট্র প্রধানের সিদ্ধান্তে বিরুদ্ধে স্লোগান দিয়ে থাকেন । সব মৌলভীগন মিছিল করছেন সরকারের বিরুদ্ধে। কেমন জুম্মা মোবারক করলাম নিজের কাছে প্রশ্ন জেগে উঠে না । সাধারন মুসুল্লি না হয় খোৎবার অর্থ বুঝে না কিন্তু ইমাম সাহেব তো অর্থ জানেন বুঝেন খোৎবায়, সালাতে কি প্রতিজ্ঞা করলাম। আর বাস্তবে বের হয়ে কি করছি। এ প্রহসন কেন?
প্রস্ন হতে পারে খুদবায় তো ইসলামিক রাস্ট্র প্রধানের কথা বলা হয়েছে। না তা হলে বলতেন ওয়াসসুলতানু মুসলিমিন যিলুল্লাহে — কিন্তু তা বলেন নাই খোৎবায়।
আমি খোৎবার বই খুলে দেখেছি। তাই আমার বিশ্বাস —— এটা এক ধরনের (অজ্ঞতা জনিত) মুনাফেকির সামিল । হয় খোৎবা পরিবর্তন করে পড়তে হবে নচেৎ নির্দিধায় রাস্ট্র প্রধানকে মেনে নিতে হবে। আর যদি রাস্ট্র প্রধান বা সরকারকে মুসলিমদের সরকার মনেই না হয় তবে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত ঐ খোৎবা বন্ধ রাখতে হবে।
মাথায় টুপি দিয়ে সলফি জুম্মা মোবারক স্টেটাস দেয়া মানে অজ্ঞতা জনিত মুনাফেকের আসনে নিজেকে দাড় করানো।