সালাত মানে কুরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ Close Following Quran . তাছাড়া ও সালাতের অনেক অর্থ আছে। যেমন দোয়া, আশীর্বাদ, স্মরণ, ট্রেনিং, কুরআন ইত্যাদি।
তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব (কুরআন) আবৃত্তি কর এবং নামাজ প্রতিষ্ঠিত কর। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। (২৯:৪৫)
এখানে صلوة সালাতের অনুবাদ ধরে নিলাম প্রচলিত নামাজ।
কিন্তু বাস্তবে আমরা হাজারো নামাজিকে দেখছি নামাজ পড়া সত্যেও মিথ্যা কথা বলা, সুদ, ওজনে কম, যেনা ইত্যাদি করেই যাচ্ছে। শুধু নামাজ ত তাদের পাপ হতে বিরত রাখছে না। তাহলে কুরআন কি ভুল? না অনুবাদ ভুল?
আর এখানে صلوة সালাতের অনুবাদ কুরআনের অনুসরণ ধরে অনুবাদ করা হল কি দাড়ায়?
তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব আবৃত্তি কর এবং কুরআনের বিধান প্রতিষ্ঠিত কর। নিশ্চয়ই কুরআনের অনুসরণ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে।
কুরআনের أَقِيمُوا۟ ٱلصَّلَوٰ আক্বিমুস সলাহ মানে যদি হয় কুরআনের বিধান প্রতিষ্ঠা তাহলে সলাত প্রতিষ্ঠার আন্দোলন যথার্থ হয়।
অপর দিকে আক্বিমুস সলাহ মানে যদি হয় নামাজ প্রতিষ্ঠা তাহলে সমাজে নামাজি থাকা সত্যেও অপরাধী কমবে না। সালাত প্রতিষ্ঠার আন্দোলন ব্যর্থ হয়।
এরকম আরও অনেক আয়াত আছে যার দ্বারা বুঝা সহজ প্রচলিত নামাজ কুরআনে বর্ণিত সলাত না?
ভাবনা টা আমার, অভিমত, গ্রহন করার বিষয় আপনার।