কোরআনকে সংবিধান দাবী
আল-কুরআন ; বিজ্ঞান, কবিতা, সংবিধান বা আইনের কিতাব নয়। এটি একমাত্র হিদায়তের কিতাব। যারা কোরানকে রাষ্ট্রের সংবিধান করার দাবী করে তারা মুলত কোরআনকে নিজ ভাষায় কখনো পড়ে দেখেন নাই। হিদায়াত এতোই গুরুত্বপূর্ণ, পুরো কুরআনটাকেই আল্লাহ হিদায়াতের কিতাব বলছেন।
মানুষ প্রতিদিনই পথভ্রষ্ট হয়, এমন কি হিদায়াতের মধ্যেও আবার হিদায়াত খুজতে হয়. এজন্য আপনি হেদায়াত পেয়ে গেছেন ধরে নিয়ে কাওকে পথভ্রষ্ট বলতে যাইয়েন না. বরং প্রতিনিয়ত সিরাতল মুস্তাকিমের হেদায়াতটা আল্লাহর কাছে চাইতে থাকেন. আর আপনি প্রতিনিয়ত চানও, সূরা ফাতিহায়, প্রতি ওয়াক্তে নামাজে।
আপনি যদি মনে করেন, আপনি পথ পেয়ে গেছেন. আর আপনার পথ ব্যতিত সব পথভ্রষ্ট. আপনি সত্য, অন্য সব মত-পথ ভ্রান্ত, তাহলে তো আপনার সূরা ফাতিহা আর পড়ার দরকার নাই. বড়ো করে বললে, আল্লাহকেও আর আপনার প্রয়োজন নাই.
যখন আপনি এ অবস্থায় পৌছে যান, তখন আপনি আপনার শয়তানি কর্মকান্ডকে ঈমানী দায়িত্ব বলেই করতে থাকেন. আমিই সত্য, অন্য সব খারিজ; এটা মনে করে নিজেকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবেন না. কারণ, একমাত্র আল্লাহই সত্য. পাখির ঠোটের জ্ঞান নিয়ে সত্যের দাবি করা চরম মুর্খতা। . এজন্য মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে সত্য পথ পাওয়ার দুআ করেন.।