কুকুরও নামাজ পড়ে তসবীহ পড়ে।
জমিনে বিচরনকারী সকলে এমন কি কুকুর এবং আকাশে উড্ডিয়মান পক্ষীকুলও নামাজ পড়ে। আশ্চর্য হওয়ার কিছু নেই। আসমান ও জমিনে বিচরনকারী সকল প্রানীই নামাজ পড়ে তসবীহ করে। বিশ্বাস হচ্ছে না? দেখে নিন আল্লাহ কি বলেনঃ
“তুমি কি দেখনা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তারা সবাই এবং যে পাখিরা ডানা বিস্তার করে আকাশে ওড়ে? প্রত্যেকেই জানে তার নামাযের ও পবিত্রতা বর্ণনা করার পদ্ধতি। আর এরা যা কিছু করে আল্লাহ তা জানেন।( সূরা -নুরঃ ৪১)
মানুষ কি মনে করে শুধু তারাই সালাত করে। না, বরং আসমান ও জমিনে যত প্রাণী আছে সবাই সালাত করে ? তবে মানুষের নামাজের মধ্যে তিনটি শর্ত যা প্রাণীকুলের নামাজ থেকে মানুষের নামাজকে পৃথক করে দেয়।
আকাশে উড্ডিয়মান পাখিরা তাদের সালাত করে রবের নির্দেশ পালন করার মধ্য দিয়ে। মানুষের সালাতও রবের নির্দেশ পরিপালনের মধ্য দিয়েই। তবে মানুষেকে সালাতের ৩ টি শর্ত পরিপালন করতে হয় অতিরিক্ত।
১) মানুষের সালাত তাকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে।
اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِؕ
( নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে।)সূরা আনকাবুতঃ ৪৫
২) মানুষের সালাত মোহ গ্রস্থ্য অবস্থায় নিষিদ্ধ।
لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى
অর্থঃ তোমরা মোহগ্রস্থ্য অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না, ( সূরা নেসা – ৪৩ )
৩) মানুষ সালাতে কি বলে তা না বুঝা পর্যন্ত সালাত করে না।
حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ
অর্থঃ যতক্ষণ না তোমরা যাহা বল তাহা বুঝিতে পার,
পশুপাখির সালাত, তাসবীহ রিতী আর মানুষের সালাত ও তাসবিহ পদ্ধতির পার্থক্য এটাই। নচেৎ আসমান ও জমিনের সকল প্রানী ও পক্ষীকুল মানুষের মতই পড়ে।
২ ও ৩ নং শর্ত পরিপালনের মাধ্যমো সালাত আদায় করেও যদি ১ নং শর্তটির বাস্তবায়ন নিজের মধ্যে পরিলক্ষিত না হয় তবে বুঝে নিতে হবে আপনার সালাত আর সেই পশুর সালাত একই হচ্ছে।
তাই আল্লাহ বলেনঃ
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ ফালা সদ্দকা ওয়ালা সাল্লু
সে সত্য বলে নাই এবং সালাত আদায় করে নাই।
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّ (ওয়া লাকিন কাযযাবা ওয়াতাওয়াল্লু) বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ (ফাওয়ায়লুল্লে মুছাল্লীন)
সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের,
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ
যাহারা তাহাদের সালাত সম্বন্ধে উদাসীন,তবে তারা নয় الَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ دَآٮِٕمُوْنَ (আল্লাযিনা হুম আ’লা সালাতিহিম দায়য়েমুন)
যাহারা তাহাদের সালাতে সর্বক্ষণ প্রতিষ্ঠিত,
(সূরা মা’আরিজ -২৩)
** আপনি কি সর্বক্ষন সালাতে রত ? তাহলে আপনি কেমন সালাত পড়েন? আল্লাহর মনোনীত না হুজুর /বাপ দাদার শেখানো সালাত??