মানুষ কি মনে করে শুধু তারাই সালাত করে। না, বরং কুকুর, বিড়াল, কাক, শকুন অর্থাৎ আসমান ও জমিনে যত প্রাণী আছে সবাই সালাত করে।
“তুমি কি দেখনা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তারা সবাই এবং যে পাখির ডানা বিস্তার করে আকাশে ওড়ে? প্রত্যেকেই জানে তার নামাযের ও পবিত্রতা বর্ণনা করার পদ্ধতি। আর এরা যা কিছু করে আল্লাহ তা জানেন।
আকাশে উড্ডিয় মান পাখিরা তাদের সালাত কি ভাবে করে? আমাদের বানানো সালাতের মত রুকু সিজদাহ দিয়ে? তারা সালাত করে রবের নির্দেশ পালন করার মধ্য দিয়ে। মানুষের সালাতও রবের নির্দেশ পরিপালন
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُسَبِّحُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَ الطَّیْرُ صٰٓفّٰتٍ ؕ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَ تَسْبِیْحَهٗ ؕ وَ اللّٰهُ عَلِیْمٌ ۢ بِمَا یَفْعَلُوْنَ
শব্দার্থ: أَلَمْ = কি দেখো নি, تَرَ = তুমি , أَنَّ = যে, اللَّهَ = আল্লাহ্র , يُسَبِّحُ = পবিত্রতা ঘোষনা করছে لَهُ = তাঁরই, مَنْ = যা কিছু , فِي = মধ্যে (অাছে) , السَّمَاوَاتِ = আকাশে, وَالْأَرْضِ = ও জমিনে, وَالطَّيْرُ = আর পাখিরাও , صَافَّاتٍ = ঊড্ডিয়মান , كُلٌّ = প্রত্যেকে, قَدْ = নিশ্চয়ই , عَلِمَ = জেনে নিয়েছে, صَلَاتَهُ = তাঁর নামাযের, وَتَسْبِيحَهُ = পবিত্রতা ঘোষনার (নিয়ম) , وَاللَّهُ = আর আল্লাহ্, عَلِيمٌ = খুব অবহিত , بِمَا = ঐ বিষয়ে যা , يَفْعَلُونَ = তারা করছে,