আমার যখন মন খারাপ থাকে এই টক শো টি দেখি। ডায়লগ গুলি ছিলঃ
আমার বিচিতে মারবে কেনো ওরা
আপনি জানেন? একটা বিচিতে লাথথি মারলে কত ব্যাথা লাগে?
* * উত্তেজিত হবেন না!!
আপনে আবার উত্তেজিত হতে না করছেন!!
উত্তেজিতের জাগাটাই বন্ধ করে দিছে আমার
** সরি আমি এসব বুঝি না।
শোনেন আপনে যা বুঝেন না তা বলবেন না
আপনের নাই আপনি বুঝবেন না !!
এটা একটা স্পর্শ কাতর জায়গা
ঐ বিচিতে যদি কেউ একটু দুষ্টামী করে টোকা দেয় তা হলেই তো দম বন্ধ হয়ে যায়।
*** ডান পাশে না বাম পাশে লেগেছে
আরে ডান পাশ না বাম পাশে এহন কি
আমি আপনারে খুইলা দেখামু
আপনি তো ভারী একটা বেয়াদব প্রকৃতির মহিলা ?? আপনি তো বিচিই চিনেন না !!
*** দেখুন বিচিটা চেনা আমার জন্য তেমন একটা ইম্পোর্টেন্ট না !!
তাহলে এত সময় আমার সাথে বকবক করলেন কেন আপনি?
আপনি মানুষের অঙ্গ প্রতঙ্গ সম্বন্ধে পড়াশুনা করবেন। না হইলে আপনাকে শিক্ষিতই মনে করি না আমি।
#আমি তো দেখি দুষ্ট উপাস্থিকা দীপ্তি ইচ্ছে করে মানিক সাহেবকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে উত্তেজিত করেছে সেদিন। সে আরো বলে কি না ” ডান পার্শে না বাম পার্শে ” কেমন মিচকি দুষ্টামী করেছে। আমি তো অবাক এ বিচির টক শো শুনে।