Categories
Innovator

কোরান চর্চা -০৩

প্রাথমিক আরবী গ্রামার পর্ব- ০৩

জমির (সর্বনাম)ঃ ইসিম এর পরিবর্তে যে পদ ব্যবহার হয় তাকেই জমির বলে।

জমির তিন প্রকার।
১) মারফু ২) মানছুব ৩) মাজরুর।
১) মারফু (কর্তৃবাচ্য) কর্তার পরিবর্তে যেখানে বসে সেটা মারফু। পেশ থাকলে হয়। মারফুকে দূই ভাগে ভাগ করা যায়। ক) মুনতাছিল ( যুক্ত থাকলে) খ) মুনফাছিল। (আলাদা বা পৃথক থাকলে)
২) মানছুব (কর্মবাচ্য) কর্মের স্থানে যেটি বসে সেটি মানছুব জমির। মানছুবকেও দুই ভাগে ভাগ করা হয়েছে।
ক) মুত্তাছিল ( কর্মের সাথে যুক্ত থাকলে) খ) মুন্তাছিল ( কর্মের সাথে আলাদা থাকলে)
৩) মাজরুর (সম্বন্ধবাচক সর্বনাম) সম্বন্ধ সূচক সর্বনাম। এটি সর্বদা যুক্ত থাকবে।
সুতরাং জমির পাঁচ প্রকার। যথাঃ
১) জমিরে মারফু মুনতাছিল।
২) জমিরে মারফু মুনফাছিল।
৩) জমিরে মানছুব মুনতাছিল।
৪) জমিরে মানছুব মুনফাছিল।
৫) জমিরে মাজরুর মুনতাছিল।
আরবীতে মোট ৭০ টি জমির আছে। এই ৭০টি জমিরকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। পাচ চৌদদ সততুর।
জমিরে মারফু মুনতাছিল ১৪টি।
মূল শব্দ نصر (নাছার) সাহায্য করা।

১) নাছারা نصر (নাছারা),=সে সাহায্য করেছিল। পুং
২) نصا — ا (নাছারা)=তারা ২জন সাহায্য করেছিল।পুং
৩)نصروا—وا (নাছারু) তাহারা সকলে সাহায্য করেছিল।পুং

৪) نصرت —- ت নাছারাত- সে স্ত্রী সাহায্য করেছিল।
৫) نصرتا — تا নাছারনা- তারা ২ জন স্ত্রী সাহায্য করেছিল।
৬) نصرن — ن নাছারনা – তারা সকল স্রী সাহাযয করেছিল।

৭) نصرت — ت নাছারাত – তুমি পুং সাহায্য করেছিলে।
৮) نصزتما — تما নাছারানমা- তোমরা ২ জন পুং সাহায্য
৯) نصزتم — نم নাছারতুম – তোমরা সকল পুং সাহায্য —
১০) نصرت — ت নাছারতে তুমি একজন স্ত্রী সাহায্য
১১) نصرتما — تما নাছারতুমা তোমরা স্ত্রী ২ জন সাহায্য
১২) نصزتن — تن নাছারতুন তোমরা সকল স্ত্রী সাহায্য

১৩) نصرت —- ت নাছারতু আমি সাহায্য করেছিলাম
১৪) نصرنا — نا নাছারনা আমরা সাহায্য করেছিলাম।

এবার জানব জমিরে মারফু মুনফাছিল ১৪ টি। যা শব্দের সাথে যুক্ত হয়ে বসে না। পৃথকভাবে বসে।
১। হুয়া (هو) সে (পুরুষ)
২। হুমা (هما) তারা (২জন পুরুষ)
৩। (হুম) هم তারা (সকল পুরুষ)

৪। (হিয়া) هي সে (স্ত্রী)
৫। هما (হমা) তারা স্রী
৬। هن (হুন্না) সকল স্ত্রী

৭। (আনতা) انت তুমি একজন পুরুষ
৮। (আনতামা) انتما তোমরা ২ জন পুরুষ
৯। (আনতুম) انتم তোমরা সকল পুরুষ

১০। আতি — তোমরা স্ত্রী
১১। انتما (আনতুমা) তোমরা ২জন স্ত্রী
১২। انتن (আনতান) তোমরা সকল স্ত্রী

১৩। (আনা) انا আমি
১৪। (নাহনু) نحن আমরা

উদাহরন هو طالب (হুয়া তালিবু) হুয়া মুকতাদা তালিবু খবর। সে একজন ছাত্র। দুটি মিলে যুমলায়ে ইসেম।
এটি যদি হিয়া তালেবুন হলে হবে সে একজন ছাত্রী।

এবার তারকিব করি نصرت নাছারতু এর।
নাছার نص হল ফেল বা ক্রিয়া = সাহায্য করা।
তু ت হবে ফায়েল বা কর্তা। = আমি করেছিলাম।
দুইটা মিলে যুমলায় ফেলিয়া।
তাহলে نصرت নাছারতু অর্থ হবে = আমি সাহায্য করেছিলাম।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Also innovator of history of Islam. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish
Verified by MonsterInsights