দ্বীন ও ধর্মের মধ্যে পার্থক্য কি?
১) ধর্ম মানব সংযোজিত কিছু আচার অনুষ্ঠান পুজা পার্বন।পক্ষান্তরে দ্বীন আল্লাহর নির্ধারিত মানব জাতীর জীবন পরিচালনার গাইড লাইন, যা কোন কিতাবে সংরক্ষিত থাকে।
২) ধর্ম পরিচালত হয় ধর্ম গুরু মোল্লা,মুন্সি, শায়েখ, হুজুর, পুরোহিত, পাদ্রী, ভিক্ষু ইত্যাদি দ্বারা। পক্ষান্তরে দ্বীন পরিচালিত হয় নিজ নিজ বিবেক-বুদ্ধি বিচার জ্ঞান দিয়ে। যার উৎস কিতাব বা ঐশী গ্রন্থ।
৩) ধর্ম জড় পদার্থ ও প্রানীর জন্য, পক্ষান্তরে দ্বীন একমাত্র মানব জাতীর জন্য।
৪) ধর্ম বিভিন্ন আচার অনুষ্ঠান, পুজো পার্বন ইত্যাদীকে প্রাধান্য দেয়। পক্ষান্তরে দ্বীন মানুষের নীতি নৈতিকতা, চরিত্র গঠনের প্রধান্য দেয়, আচার অনুষ্ঠান গৌন।
৫) ধর্মের সংস্কারক মোল্লা, মুন্সী, শায়েখ, পুরোহিত, পীর, পাদ্রী, ভিক্ষুগন। পক্ষান্তরে দ্বীনের সংস্কারক নবী,রাসুল,আবতার গন।
৬) দ্বীন সমগ্র মানব জাতীকে তার দিকে আহ্বান করে পক্ষান্তরে ধর্ম মানুষের মধ্যে বিভিন্ন দল, মত, মাযহাব, শ্রেনীতে বিভক্ত করে।
৭) পৃথীবিতে দ্বীন মাত্র একটি আর তা হল ইসলাম। পক্ষান্তরে ধর্ম প্রায় ৪৩০০ এবং প্রধান ৫ টি। যেমন মুসলিম, বৌদ্ধ, হিন্দু, ইয়াহুদী, খৃষ্টান।