Categories
Innovator

হাদীস একমাত্র কোরআনঃ

সুতরাং কোরআনের পরে আর কোন হাদীসে বিশ্বাস স্থাপন করিবে?
فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ

১)  فَبِأَيِّ  (ফাবেআইয়ে) =  সুতরাং আর কোন

২)حَدِيْثٍۢ (হাদীসিন)  = হাদীসে

৩) بَعْدَهُ (বাআ’দাহু) = তারপরও (এখানে কোরআন)

৪) يُؤْمِنُونَ (ইউমেনুন) = তারা বিশ্বাস করবে

সরল অনুবাদ: সুতরাং আর কোন  হাদীসে  তারপরও  বিশ্বাস স্থাপন করিবে?( ৭৭:৫০)

বালাগাত অনুযায়ীঃ সুতরাং কোরআনের পরে আর কোন হাদীসে বিশ্বাস স্থাপন করিবে?

বাক্যটির চারটি শব্দের তারকিবঃ

১) فَبِاَىِّ ( ফা – বে – আইয়ে)  فَ অব্যয়= সুতরাং/অতপর
বা بِ  সংযুক্ত অব্যয় = সাথে,হতে,দ্বারা।

আইয়ে اَىِّ = কোন। অতএব فَبِاَىِّ = সুতরাং আর কোন।

২) حَدِيْثٍۢ হাদিসীন – মুল শব্দ হাদীস।  হাদীস মানে বানী বা কথা। এখানে শব্দের শেষ অক্ষর  ثٍۢ এর সাথে দুই যের।তাই حَدِيْثٍۢ = হাদীসের।

৩) بَعْدَهٗ ( বাআ’দা – হু)  بَعْدَ  বাআ’দা = তারপরও, হু هٗ নির্দেশ বাচক জমির বা সর্বনান। যা এখানে কোরআন।

৪) يُؤْمِنُوْنَ ( ইউ – ইমান – উন)  মুল শব্দ   ইমান =বিশ্বাস, উন সমন্ধপদ তারা, ইউ প্রশ্নবোধক অব্যয় মিলে  يُؤْمِنُوْنَ = তারা বিশ্বাস করিবে?

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish
Powered by TranslatePress
Verified by MonsterInsights