আমি জেনে শুনে বিষ করেছি পানঃ
আল্লাহ কি উপাস্য নাকি হুকুম দাতা (ইলাহ)?
আল্লাহ কুরআন এ বলেন আল্লাহ ইলাহ হুকুম দাতা। মানুষ আল্লাহকে বানাইল উপাস্য। ইসলাম এ কোন উপাসনা নাই। আছে কর্ম পদ্ধতি।
আল্লাহ সালাত দিল যেন মানুষ নিয়ম করে সালাতে কুরআন পাঠ করে, আল্লাহর হুকুমের ব্যাপারে যেন বেখেয়াল হয়ে না পড়ে। মানুষ বানিয়ে নিল না বুজে পড়া, উঠা, বসার রিচুয়াল উপাসনা। প্রত্যহ পাঁচ বেলা সালাত আদায় করে। কিন্তু একটিও কুরআনের শিক্ষা গ্রহন করে না। তাই নামাজ অশ্লিল ও খারাপ কাজ থেকে বিরত রাখেও না।
আল্লাহ হজ্ব কে করল মুসলিম দের সম্মেলন স্থল। এখানেও মানুষ শুধু রিচুয়াল রেখে, মৌলিক বিষয় সম্মেলনে কে বাদ দিল। হজ্বের রিচুয়াল পালন হয়। কিন্তু কোন সম্মেলন হয় না।শুধু রিচুয়াল ই যদি হজ্ব হত তাহলে বিদায় হজ্ব এ রাসুলুল্লাহ মুসলিম দের উদ্দেশ্য বক্তৃতা দিল কেন? যা পরিচিত বিদায় হজ্বের ভাষন নামে? আজ মুসলমানদের কোন নেতাও নাই, কোন সম্মেলন ও নাই।
রোযা দেয়া হল, আত্মসংযমের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার পদ্ধতি হিসেবে। এটাকে বানিয়ে নিল না খেয়ে থাকার রিচুয়াল। দুনিয়ার সব অপকর্ম সব করে রোযা থেকেও।
সবকাজে মুসলমানরা আজ ইসলামের মৌলিক শিক্ষা বাদ দিয়ে কিছু রিচুয়ালের মধ্যে ইসলাম কে বন্দি করল। যার সাথে অন্য ধর্মের উপাসনার মাঝে মৌলিক কোন পার্থক্য রইল না।
মুসলমানরা ইসলামের কর্মপদ্ধতি কে উপাসনা বানিয়ে আল্লাহর সাথে প্রতারণা করল। আল্লাহ ও মুসলমানদের নামিয়ে দিল অধপতনের নিম্ন সীমায়।
উপাস্য আর ইলাহ বা হুকুম দাতার এক নয়। বিষ আর মধু সমতুল্য।
অন্য সকল ধর্মে রয়েছে বিভিন্ন উপাস্য। একমাত্র ইসলাম অন্য সকল ধর্ম থেকে ব্যতিক্রম এ জন্যই যে ইসলামে উপাসনা নেই। আছে বিধান মেনে জীবন চলার নির্দেশ। আর এই বিধান দাতা একমাত্র আল্লাহ।।