এক মহয়সী নারীর সাথে অডিও কলে কথা বলে মনে হলোঃ
যারা প্রতিদিনই মনের গহীনে কবিতা লিখে, গল্প লিখে,নিজেই পড়ে আবার নিজেই মুছে ফেলে। তারা বড্ড একা।
অথচ তারা গোপনে রবের সাথে কথা বলে নিজের ভুলগুলি শুধরে নেয়।
নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে। (৮৪:১৯)
প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তি দেওয়া হইবে না! ইহা তো মহাসাফল্য। আর এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা,( ৩৭:৫৯-৬১)
একমাত্র মুত্তাকীদের, “প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না। আর তাহাদেরকে জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করিবেন” -(৪৪:৫৬)৷
তাই আল্লাহ জানিয়ে দিলেনঃ
হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিতে থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে। ( ৮৪ঃ ৬)
উহারা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার রাখিয়াছ এবং দুইবার আমাদেরকে প্রাণ দিয়াছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করিতেছি; এখন নিষ্ক্রমণের কোন পথ মিলিবে কি?’ (৪০:১১)
বড্ড একাকিত্বে আমার শান্তনা। আমি একা নই। পথে হলো দেখা।