মানুষ কোরআন বুঝে পড়তে চায়। মোল্লারা ব্যকারনের ভয় দেখিয়ে দূরে রাখতে চায়। কারন তাদের জীবিকায় ভাটা পড়বে। আল্লাহ তাই বলেন:
আল্লাহ্ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহারা তাহা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাহারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত আর কিছুই পুরে না। কিয়ামতের দিন আল্লাহ্ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদেরকে পবিত্র করিবেন না। তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে। (সূরা বাকারা ১৭৪)
আল্লাহ বলেন কোরআন আমি সহজ করে দিয়েছি বুঝার জন্য। আর মোল্লা ভয় ঢুকিয় কোরান থেকে দূরে রাখে এই বলে যে, ব্যাকারন না জেনে কোরান পড়লে অর্থ বিগরে গিয়ে জাহান্নামে যেতে হবে। কতবড় ধোকা এটি শয়তানের। এ ধোকা শয়তান প্রতিষ্ঠিত করে বসে আছে বলেই আজ মানুষ কোরান বিমুখ। অথচ আল্লাহ বলেনঃ
ক) কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? সূরা নম্বরঃ ক্বামার ৫৪, আয়াত ১৭
খ) কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? ৫৪:২২
গ) আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?৫৪:৩২
ঘ) আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?৫৪:৪০