একমাত্র নির্বোধরা সত্য প্রকাশে প্রধান অন্তরায়
নির্বোধদের জন্য পৃথিবীটা জ্ঞানীদের নিকট বিষাদ ময়।
ঈশা আঃ এর তিরোধানের পর ৬৫০ বছর কোন নবী রাসুল পৃথিবীতে প্রেরণ করেন নাই। নবী প্রেরনে বিরতীর এই কারনও বলে দিয়েছেন পবিত্র কোরানে।
এই দীর্ঘ ব্যবধানে নির্বোধ মানুষগুলি সকল মানব গোষ্ঠিকে পথভ্রষ্ঠ করে জাহেলিয়াতের অতল গর্ভে ডুবিয়ে দেয়।
দীর্ঘ বিরতির পর এই অন্ধকারাচ্ছন্ন যুগে পাঠালেন নবী মুহাম্মদকে। আল্লাহ তাই বলেনঃ রাসূল প্রেরণে বিরতির পর আমার রাসূল তোমাদের নিকট আসিয়াছে। সে তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা করিতেছে যাহাতে তোমরা বলিতে না পার, ‘কোন সুসংবাদবাহী ও সতর্ককারী আমাদের নিকট আসে নাই।’ (৫:১৯) মায়েদাহ
আবার এই নবী মোহম্মদের তিরোধানের প্রায় ১৫০০ বছর পেরিয়ে গেল। আর কোন নবী আসবে না কোন দিন। কারন কোরানকে চিরন্তন গাইড লাইন হিসেবে দিয়ে তার সংরক্ষনের দায়িত্ব নিয়েছেন স্বয়ং রব।
পুর্বের ন্যায় সেই নির্বোধ মানব সম্প্রদায় এই ১৫০০ বছর যাবৎ ইমাম মাহাদী আসবে আশায় পুর্বের জাহেলিয়াত যুগকেও ছাড়িয়ে নব্য জাহেলিয়াতে পতিত হয়ে ডুবে গেছে।
জ্ঞানীরা নরক বাসের মত জীবন কাটাচ্ছে আর প্রার্থনা করছে আল্লাহ তুমি নির্বোধ মানুষের হাত থেকে হেফাজত কর। এরা কোরানকে পরিত্যাজ্য মনে করে। যে অভিযোগ নবী মুহাম্মদ কেয়ামতের ময়দানে করবেন। সূরা ফুরকানে বর্ণিত।
রাসূল বলিবেন, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করে।’
وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا
সূরা নম্বর: ২৫ আয়াত নম্বর: ৩০