ইবনে আব্বাস বলেন,
যদি কেউ তার শালির সাথে অবৈধ যৌন মিলন করে তবে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় না।
সাবি এবং আবু জাফর বলেন, যদি কেউ কোনো বালকের সাথে সমকামে লিপ্ত হয়, তবে তার মা তার জন্য বিয়ে করা হারাম হয়ে যাবে।
ইকরামা ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যদি কেউ শাশুড়ির সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়, তবে তার স্ত্রী তার জন্য হারাম হয় না। আবু নাসর ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন হারাম হয়ে যাবে।
সহি বুখারী বিয়ে-শাদী অধ্যায়, হাদিস নং ৪৮৩৮ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুবাদকৃত।
উক্ত হাদিসে প্রমাণিত হয় যে বালকের সাথে সমকামী করা শালীর সাথে অবৈধ যৌন মিলন করা এবং শাশুড়ির সাথে যৌন মিলন করা হালাল বৈধ।
ঠিক এই কারণে আমি হাদিস কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি