Khorshed Khorshed আপনি আমার পোস্টে মন্তব্যে লিখেছেন ২০/২৩ বছর কি ঘাস কাটছি আমরা। মানে আপনি একজন মোল্লা এটা বুঝাতে চেয়েছেন। তা আপনার ঘাস কাটা না পশম কাটার জ্ঞানের দৌড়ে দেখার জন্য সূরা নেসার ৪৩ নং আয়াতের প্রথম অংশের তারকীক তাহকীক বালাগাত সহ সরল বাংলা অনুবাদ করার জন্য আপনার উস্তাদ যিনি ৪০/৫০ বছর ঘাস কাটছেন তার সাহায্যও নিতে বলেছিলাম। কিন্ত কোন সাড়া পাই নি। পালিয়েছেন। আপনি আবার মন্তব্যে কটাক্ষ করে বলেছেন ২০/২৩ বছর আমরা ঘোড়ার ঘাস কেটে পড়াশুনা করেছি। আপনি যে ঘোড়ার ঘাস কেটেছেন প্রমাণিত হয়েছে।
তাই আমি এ আয়াতের তারকীক,তাহকীক বালাগাত সহ সরল অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। কোন ভুল থাকলে লোকমা দিয়ে জানাবেন। প্রয়োজনে ৪০ বছর যাবৎ ঘাস কাটা আপনার উস্তাদ এর সাহায্য নিবেন।
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَأَنْتُمْ سُكَار
তারকীক يَاأَيُّهَا = ওহে, الَّذِينَ = যারা, آمَنُوا = ঈমান এনেছ, لَا = না, تَقْرَبُوا = তোমরা কাছে যেয়ো, الصَّلَاةَ = সলাতের, وَأَنْتُمْ = যখন তোমরা , سُكَار = মোহ গ্রস্থ ।
তাকরাবু শব্দে জিনস হল কারাব تَقْرَبُوا কাছে যেও না, আর তাকরাব – তোমরা কাছে যেও। লা তাকরাব — তোমরা কাছে যেও না।
তাহকীকঃ یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا ওহে যারা ঈমান এনেছো
لَا تَقْرَبُوا الصَّلٰوةَ= তোমরা কাছে যেওনা সালাতের
যতক্ষন তোমরা মোহগ্রস্থ থাক =وَ اَنْتُمْ سُكٰرٰى
বালাগাতঃ হে ঈমানদারগণ! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাযের কাছে যেয়ো না।
আপনার ঘাসকাটারা অনুবাদ করেছেনঃ
“হে মুমিনগণ! তোমরা নেশাগ্রস্থ অবস্থায় সালাতের কাছে যেও না।”
এখানে মুমিন শব্দ কোথায় পেল? মুমিনের প্রতি সালাতের নির্দেশ কোরানের কোন একটি আয়াত থেকে দেখাতে পারবেন? সব ঈমানদারের প্রতি সালাতের নির্দেশের আয়াত। আর সুকারা দিয়ে কি মাদক বুঝায়, নেশা বুঝায়?
সংসারের মোহ ব্যবসার মোহ টাকা পয়সার মোহ, সন্তানের মোহ, সম্পদের মোহ ইত্যাদি মোহআচ্ছন্ন থাকা অবস্থায় সালাতের কাছে যেতে না করেছেন। তার কারন পড়ের আয়াতাংশে বলে দিয়ছেন, ” যতক্ষন পর্যন্ত না বুঝ তোমরা কি বলছ। ” কারন মোহ গ্রস্থ অবস্থায় অন্যমনস্ক থাকে মানুষ। সে সালাতে কি বলতেছে তা বুঝতে পারে না।
আর আপনার সেই চল্লিশ বছর ধরে ঘাসকাটা মোল্লারা বুঝায়ে আসছে নেশা গ্রস্থ (মদ খাওয়া ) অবস্থায় সালাতের কাছে যেতে নিষেধ করেছে। তার মানে মদ খাওয়া নেশা করা চলে তবে সালাতের সময় বিরত থাকতে হবে। এ আয়াতের শানেনযুল নিয়ে আলী রাঃ এর উপর কুরুচী পুর্ণ এক অপবাদ দিতেও দ্বীধাবোধ করে নাই ২০/২৩ বছর নাপাকি পশম কাটা মোল্লারা। ধিক্কার আপনার মত মোল্লাদের। নরকের কীট। আপনাদের কোরানের আলো কখনোই দিবেন না আল্লাহ। এটা আল্লাহরই ওয়াদা।